Advertisement
১৮ মে ২০২৪
Mehul Choksi

অজ্ঞাতপরিচয় মেহুল-সঙ্গী ‘প্রেমিকা’ নন, অপহরণকারীদের একজন, দাবি

সম্প্রতি অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনি একটি সাক্ষাৎকারে বলেন, ডোমিনিকায় প্রেমিকার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন চোক্সী।

মেহুল চোক্সী

মেহুল চোক্সী

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ মে ২০২১ ১৮:১৯
Share: Save:

মেহুল চোক্সী যখন ডোমিনিকায় নেমেছিলেন, তখন তাঁর সঙ্গে একজন মহিলা ছিলেন। কিন্তু ওই মহিলা তাঁর প্রেমিকা নন। বরং যাঁরা চোক্সীকে ‘অপহরণ, অত্যাচার এবং গ্রেফতার’-এর পিছনে রয়েছেন, তাঁদেরই দলের একজন ওই মহিলা। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন পিএনবি-প্রতারণা কাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী-ঘনিষ্ঠ এক সূত্র।

মেহুল ঘনিষ্ঠ ওই সূত্র জানান, অ্যান্টিগাতেই ছিলেন ওই মহিলা। সকালে এবং বিকেলে চোক্সী যখন হাঁটতে বেরোতেন, তখন তাঁর সঙ্গে দেখা হত। আলাপচারিতা থেকে বন্ধুত্বের সম্পর্কও তৈরি হয়েছিল। গত ২৩ মে চোক্সীকে তাঁর বাড়িতে ডাকেন ওই মহিলা। সেখান থেকেই কয়েকজন ব্যক্তি মেহুলকে অপহরণ করে ডোমিনিকাতে নিয়ে যান, যেখানে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

সম্প্রতি অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনি একটি সাক্ষাৎকারে বলেন, ডোমিনিকায় প্রেমিকার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন চোক্সী। মেহুলের আইনজীবী সম্প্রতি দাবি করেছেন, তাঁর মক্কেলের অপহরণের জন্য দায়ী ভারতই। অ্যান্টিগার সরকারি আধিকারিকদের সাহায্য নিয়েই তা করা হয়েছিল। ডোমিনিকার জেলে তাঁকে চোক্সীকে নির্বিচারে মারধর করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mehul Choksi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE