প্রতীকী চিত্র
দুর্গাপুজো মানেই যেমন রাত জেগে ঠাকুর দেখা, কবজি ডুবিয়ে ভূরিভোজ আর আড্ডা, ঠিক তেমনই তালিকায় থাকে আরও একটা জিনিস। জমিয়ে সিনেমা দেখা। প্রতি বছরের মতো এ বারও শারদীয়ায় মুক্তি পাচ্ছে একগুচ্ছ ছবি। বড় পর্দার দর্শকদের জমাটি বিনোদনে থাকছেন দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। থাকছে আবির চট্টোপাধ্যায়ের ডবল ডোজও! আসুন জেনে নিই এ বার পুজোয় কী কী বাংলা ছবি মুক্তি পাচ্ছে।
রঘু ডাকাত: অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই বিগ বাজেট ছবি মুক্তি পাচ্ছে পুজোর সময়। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দেব। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল, সোহিনী সরকার প্রমুখ।
দেবী চৌধুরানী: শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ম্যাগনাম ওপাস-ও মুক্তি পাচ্ছে পুজোয়। নাম ভূমিকায় ডাকাত রানি হয়ে ধরা দেবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভবানী পাঠক বেশে দেখা মিলবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। অন্যান্য চরিত্রে থাকছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দ প্রমুখ।
রক্তবীজ ২: ২০২৩-এর দুর্গাপুজোয় উইন্ডোজ প্রোডাকশন হাউজের ‘রক্তবীজ’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। এ বার পুজোয় আসছে তারই সিক্যুয়েল। ফের পঙ্কজ সিনহা হয়ে পর্দায় আগমন আবির চট্টোপাধ্যায়ের। মিমি থাকছেন সংযুক্তা মিত্র হিসেবে। এ বারের চমক অঙ্কুশ হাজরা, কৌশানি মুখোপাধ্যায়।
যত কাণ্ড কলকাতাতেই: আবিরের আরও একটি ছবি এই পুজোয় মুক্তি পাচ্ছে। অনীক দত্ত পরিচালিত এই ছবিতে ফেলুদাকে ট্রিবিউট দেওয়া হয়েছে। নায়কের চরিত্রের নাম তোপসে। ইতিমধ্যেই ছবির টিজার চমক দিয়েছে।
তা হলে আর কী! কোন ছবি কার সঙ্গে দেখবেন, কবে দেখবেন সবটাই প্ল্যান করে ফেললেই হয়!
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।