Celebrities During Durga Puja

বলিউড তারকাদের নবমী-অষ্টমীর সাজ, প্যান্ডেলে প্যান্ডেলে উৎসবের ঝলক

উৎসবের আবহে এক সঙ্গে দেখা গেল কাজল, টুইঙ্কল, রানী, জয়া– উত্তর বম্বে সার্বজনীন পুজোয় উজ্জ্বল মুহূর্তে তারকারা

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ২২:২৬
Share:
০১ ১০

আকাশে-বাতাসে পুজোর গন্ধ, মণ্ডপে-মণ্ডপে ঢাকের আওয়াজ। শুধু কলকাতা নয়, মুম্বইয়ের মণ্ডপেও এখন উৎসবের মেজাজ।

০২ ১০

তারকাদের আনাগোনা, ঝলমলে সাজ আর আনন্দ, সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ। বলিপাড়ার সেলেবরাও সামিল হয়েছেন এই শারদ উৎসবে। বিশেষ করে অষ্টমী-নবমীর দিন তাঁদের সাজ-পোশাক দেখতে ভিড় জমিয়েছেন ছবিশিকারিরা।

Advertisement
০৩ ১০

বিপাশা বসু পরিবার-সহ হাজির হন স্বামী করণ সিং গ্রোভার ও কন্যা দেবীর হাত ধরে। শাড়িতে স্নিগ্ধ সাজে দেখা গেল তাঁকে, সঙ্গে ন্যূনতম গয়না। ছোট্ট দেবীর উপস্থিতি যেন উৎসবে আলাদা মাত্রা যোগ করল।

০৪ ১০

প্যান্ডেলের ভেতরে আরেক ছবি ক্যামেরাবন্দি— এক সঙ্গে বসে আড্ডায় কাজল, টুইঙ্কল খন্না, রানী মুখার্জি আর জয়া বচ্চন।

০৫ ১০

কাজলের লাল ব্লাউজ়ে ক্রিম টোন শাড়ি আর টুইঙ্কলের সবুজ শাড়ি দর্শকদের দৃষ্টি কাড়ল। এক ফাঁকে দেখা গেল কাজল টুইঙ্কলের টিপ্‌ ঠিক করে দিচ্ছেন— সেই ছোট্ট মুহূর্তেই ধরা পড়ল বন্ধুত্বের টান।

০৬ ১০

শুধু উপস্থিতি নয়, রীতির আনন্দেও ভরপুর ছিল উৎসব। অভিনেত্রী সুমনা চক্রবর্তী ঐতিহ্যবাহী ঢাকের তালে ধুনুচি নাচে মাতিয়ে তুললেন প্যান্ডেল। হাসি, করতালি আর মোবাইল ক্যামেরার ঝলকানিতে ভরে উঠল চার দিক।

০৭ ১০

পিছিয়ে থাকেননি সুস্মিতা সেনও। প্রতি বছরের মতোই এ বছরও মুম্বইয়ের বান্দ্রার নতুন পল্লী দুর্গা ক্লাবে দুই কন্যা রেনে ও আলিশাকে সঙ্গে নিয়ে পুজো কাটালেন তিনি।

০৮ ১০

তবে মুম্বইয়ের বাইরেও পুজোর আনন্দ ছড়িয়ে পড়েছে। কলকাতার চেতলা দুর্গা পুজোয় স্ট্রিট ফুডের স্বাদ নিতে দেখা গেল রণবীর আলহাবাদিয়াকে।

০৯ ১০

ফুচকা স্টলে তাঁকে দেখে বোঝা গেল, উৎসবের দিনে স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়ার আনন্দই আলাদা।

১০ ১০

সব মিলিয়ে, তারকাদের উজ্জ্বল উপস্থিতি, চিরায়ত সাজ আর রসবোধের মিশেলে এ বারের দুর্গাপুজোর উৎসব যেন আরও রঙিন। ( ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement