Celebrities During Jagadhatri Puja

কেউ গেলেন উদ্বোধনে, তো কেউ মন দিলেন নিজের বাড়ির জগদ্ধাত্রী আরাধনায়, কেমন কাটছে তারকাদের দিন?

কী ভাবে কাটছে তারকাদের জগদ্ধাত্রী বন্দনা?

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৪৬
Share:

সংগৃহীত চিত্র

দুর্গাপুজো, কালীপুজো এই বছরের মতো বিদায় নিলেও শহরের উৎসবের রং কিন্তু এখনও ফিকে হয়নি। শহরজুড়ে জগদ্ধাত্রী আরাধনার সুর। সাধারণের সঙ্গে উৎসবে সামিল টলিপাড়ার তারকারাও। কেউ গেলেন পুজোর উদ্বোধনে। কেউ আবার মন দিলেন নিজের আবাসনের পুজোতেই। কী ভাবে কাটছে তারকাদের জগদ্ধাত্রী বন্দনা?

Advertisement

নিজের বাড়ির পুজো, ব্যস্ততা তো তুঙ্গে থাকবেই! তার ফাঁকেই সব কিছু নিপুণ হাতে সামলালেন অভিনেত্রী রূপসা চক্রবর্তী। পরনে হলুদ শাড়ির সঙ্গে মানানসই অলঙ্কার। নাকের বড় নথে যেন তিনি নিজেই উঠেছেন দেবী। স্নেহাশিস চক্রবর্তী এবং তাঁর বাড়ির জগদ্ধাত্রী পুজোতে যেন চাঁদের হাট। একই সঙ্গে একাধিক ছোট এবং বড় পর্দার তারকারা। ব্যস্ততা সামলেও তাঁদের সঙ্গে গল্প আড্ডায় মাতলেন তারকা দম্পতি।

অন্য দিকে বৃষ্টির চোখ রাঙানিকে তোয়াক্কা না করেই ত্রিধারার জগদ্ধাত্রী পুজোয় হাজির হলেন দেবলীনা কুমার।

Advertisement

পরিচালক তথা অভিনেতা অরিন্দম শীলের জগদ্ধাত্রী পুজো মানেই সেখানে এক টুকরো টলিউড! উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক থেকে শুরু করে রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল দাশগুপ্ত-সহ অন্যান্যরা। লাল এথনিক পোশাকের সঙ্গে মিষ্টি সাজে হাজির হয়েছিলেন মিমি চক্রবর্তীও। এখানেই দুই কন্যাকে নিয়ে ধরা দেন বাবুল সুপ্রিয়। ছিলেন কুণাল ঘোষও।

জগদ্ধাত্রী আরাধনায় মাতলেন সোহিনী সরকারও।

অন্য দিকে জমজমাট শান্তি পল্লীর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানও। সেখানে স্ত্রী তৃণা সাহাকে নিয়ে উপস্থিত হন নীল ভট্টাচার্য। তাঁরা এলেন, আনন্দ করলেন, গানও করলেন এবং মিশে গেলেন অনুরাগীদের মাঝেই।

জানেন কি, এই জগদ্ধাত্রী পুজোটি একটু বেশিই ‘বিশেষ’ পর্দার ‘জগদ্ধাত্রী’র কাছে। কারণ, এই পুজোর আবহেই টিআরপি তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে এই ধারাবাহিক।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement