স্বামীর মঙ্গল কামনায় দেশ জুড়ে মহিলারা করবা চৌথের ব্রত পালন করলেন। বাদ গেলেন না বলিউড এবং বাংলার তারকারাও।
হবু মা পরিণীতি চোপড়া এ দিন তাঁর এবং রাঘবের একাধিক ছবি শেয়ার করেন করবা চৌথ ব্রত পালনের।
হিনা খানও এই বছর প্রথম করবা চৌথ ব্রত পালন করলেন।
সুদীপা চট্টোপাধ্যায় একটি ছবি ভাগ করে সকলকে এই ব্রতের শুভেচ্ছা জানান।
শিল্পা শেট্টি প্রতি বছরের মতো এই বছরও ধুমধাম করে করবা চৌথ ব্রত পালন করেন। ভাগ করেন একাধিক ছবিও।
পায়েল দেবকেও এ দিন করবা চৌথ ব্রত পালন করতে দেখা যায়।
ভার্চুয়াল বলুন বা ডিজিটাল, মোদ্দাকথা অনলাইনেই এই বছর করবা চৌথ ব্রত পালন করলেন গুরমীত এবং দেবিনা।
মৌনি রায়কেও এই বিশেষ দিনের ছবি ভাগ করতে দেখা যায়।
রণদীপ হুডা এবং তাঁর স্ত্রীও এই বিশেষ দিনটির উদ্যাপন করেন।
গায়িকা পলক মুচ্ছল বরের সঙ্গে একটি আদুরে ছবি ভাগ করে নেন করবা চৌথ ব্রতের দিন।
শাহিদ পত্নী মীরা রাজপুত সহ বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালাল এবং আরও অনেকে মিলে এই ব্রতের আনন্দে মেতে ওঠেন।
বিদেশের মাটিতে করবা চৌথ পালন করেন প্রিয়ঙ্কা চোপড়াও। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।