Durga Puja Look

প্রথম অঞ্জলি কাব্য-নিষাদদের, স্বস্তিকার অষ্টমী সাদা-কালো! শুভেচ্ছায় ভরালেন বাংলাদেশি নায়িকা পূজাও

মহাষ্টমী মানেই তার আমেজ আলাদা। টলিপাড়াতেও উৎসবের রেশ ভরপুর। কারও ঘরে এসেছে নতুন অতিথি, কেউ পড়েছেন সাত পাকে বাঁধা। তাঁদের সকলের কাছেই এই দিনের অঞ্জলির মাহাত্ম্য অন্য।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৩
Share:
০১ ১২

মহাষ্টমী মানেই তার আমেজ আলাদা। টলিপাড়াতেও উৎসবের রেশ ভরপুর। কারও ঘরে এসেছে নতুন অতিথি, কেউ পড়েছেন সাত পাকে বাঁধা। তাঁদের সকলের কাছেই এই দিনের অঞ্জলির মাহাত্ম্য অন্য। তা ছাড়া নায়িকাদের নজরকাড়া ফ্যাশন তো আছেই। মিমি চক্রবর্তী থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অষ্টমীতে কে কেমন নজর কাড়লেন?

০২ ১২

২। অষ্টমীতে জমকালো পোশাক নয়, বরং পরিমিত সাজেই দ্যুতি ছড়ালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নজর কাড়ল ঠোঁটের কোণে লেগে থাকা শ্রাবন্তীসুলভ সেই হাসি।

Advertisement
০৩ ১২

৩। স্বস্তিকা মুখোপাধ্যায় ধরা দিলেন সাদা-কালোতেই। কপালে বড় টিপ, দু’চোখ ভরা কাজল ও সামান্য অলঙ্কারেই অপরূপা তিনি।

০৪ ১২

৪। পুজোর দিনে অন্য মেজাজে অভিনেত্রী জয়া আহসান। অনুরাগীদের জানালেন শারদীয়ার শুভেচ্ছা।

০৫ ১২

৫। পুজোর বয়স ১০১ বছর। তবে ছোট্ট কাব্য এই প্রথম দেখছে মল্লিক বাড়ির পুজো। মা কোয়েল মল্লিকের কোলে চেপেই অঞ্জলিতে মাতল এমনকী চেষ্টা করল শাঁখ বাজানোরও। অভিনেত্রীর পরনে ছিল ঘিয়ে রঙা শাড়ি।

০৬ ১২

৬। বয়স একের চৌহদ্দিও পেরোয়নি। তবুও পুজোর দিনে বাবা-মায়ের সঙ্গে না ঘুরতে বেরোলে হয়! ছেলে নিষাদকে কোলে নিয়েই এ দিন অষ্টমীর অঞ্জলি দিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী।

০৭ ১২

৭। ছোট্ট কৃষভিরও প্রথম পুজো। বাবা-মা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের সঙ্গে অঞ্জলি দিল কি একরত্তি?

০৮ ১২

৮। 'কে তুমি তন্দ্রাহরণী…' পদ্ম হাতে সাবেক সাজে নুসরত জাহানকে দেখে যেন এই কথাই বলছে নেটপাড়া।

০৯ ১২

৯। দুর্গা ঠাকুরের কাছে হাতজোড় ছোট্ট ধীরের। আগলে রয়েছেন মা ঋদ্ধিমা ঘোষ। দেবীর কাছে কী চাইল খুদে?

১০ ১২

১০। গেরুয়া শাড়িতেই দীপ্তি ছড়ালেন মিমি চক্রবর্তী। অঞ্জলির ফুল বণ্টন থেকে শুরু করে গঙ্গাজল ছড়ানো, নিজের আবাসনের পুজোর সবটাই সামলালেন নিপুণ হাতে।

১১ ১২

১১। সন্ধিপুজোর আরতি সারলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

১২ ১২

১২। বাংলাদেশের অভিনেত্রী হলেও এ পারেও বেশ জনপ্রিয়তা পূজা চেরির। শারদীয়ার শুভেচ্ছা পাঠালেন তিনিও। (‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement