Kali Puja 2025 Looks of Bengali Celebrities

সন্তানকে নিয়ে প্রথম কালীপুজো উদ্‌যাপন পরম-পিয়া, কাঞ্চন-শ্রীময়ীর, আলোর উৎসবে ভাসলেন মিমি-শ্রাবন্তীরাও

দীপাবলিতে কোন বাংলার তারকা কেমন সেজেছিলেন?

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৬:১৯
Share:
০১ ১৫

কালীপুজোর রাতে কেউ লক্ষ্মী তো কেউ কালীর আরাধনায় মেতে উঠলেন, কেউ প্রিয়জনদের সঙ্গে প্রদীপের আলোয় ভরিয়ে তুললেন বাড়ি। দীপাবলিতে কোন বাংলার তারকা কেমন সেজেছিলেন?

০২ ১৫

সন্ধ্যায় ছেলে মেয়েকে নিয়ে দীপাবলির আনন্দে মেতে ওঠেন রাজ-শুভশ্রী। মধ্যরাতে বড়মার পুজোর সাক্ষী থাকলেন বাংলার এই তারকা জুটি।

Advertisement
০৩ ১৫

কালীপুজোর আনন্দে এক সঙ্গে মেতে উঠলেন দেব এবং রুক্মিণী মৈত্র। বাজি ফাটালেন একত্রে।

০৪ ১৫

ঘরোয়া ভাবে দীপাবলির আনন্দে মেতে উঠতে দেখা গেল মিমি চক্রবর্তীকেও।

০৫ ১৫

দীপান্বিতা অমাবস্যায় বাড়িতে লক্ষ্মীর আরাধনা করলেন মনামী ঘোষ।

০৬ ১৫

মেয়ে কৃষভিকে নিয়ে প্রথমবার কালীপুজোর আনন্দে মাতলেন কাঞ্চন শ্রীময়ী।

০৭ ১৫

এ দিন দীপাবলির শুভেচ্ছা জানান শন বন্দ্যোপাধ্যায়।

০৮ ১৫

গোলাপি লেহেঙ্গায় দীপাবলির রাতে ধরা দেন তৃণা সাহা। প্রদীপের আলোয় সাজিয়ে তোলেন বাড়ি।

০৯ ১৫

আলোর উৎসবের মেজাজে এ দিন ধরা দিতে দেখা যায় রান্নাঘর খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়কে।

১০ ১৫

ভক্তদের কালীপুজোর শুভেচ্ছা জানালেন ইমন চক্রবর্তীও। গায়িকার পরনে এ দিন লাল পাড় সাদা শাড়ি ছিল।

১১ ১৫

ছেলে ধীরের সঙ্গে কালীপুজোর রাতে রং মিলিয়ে পোশাক পরতে দেখা যায় গৌরব চক্রবর্তীকে। ঋদ্ধিমার পরনে ছিল মেরুন চুড়িদার।

১২ ১৫

দীপাবলির শুভেচ্ছা পাঠালেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও।

১৩ ১৫

কালীপুজোর রাতে নিজের হাতে হোম করলেন অভিনেত্রী রণিতা দাস।

১৪ ১৫

রীতি মেনে কালীপুজোর রাতে বাড়িতে লক্ষ্মীর আরাধনা করলেন 'গীতা এলএলবি' খ্যাত হিয়া মুখোপাধ্যায়।

১৫ ১৫

ছেলেকে নিয়ে প্রথম কালীপুজো। বাড়িতে সাড়ম্বরে দেবীর আরাধনা করলেন পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement