Celeb Bhaiphonta 2025

অন্য রকম ভাইফোঁটা উদ্‌যাপন কোয়েলের, দাদা ইউভানকে ফোঁটা দিল ইয়ালিনি! আনন্দে সামিল প্রসেনজিৎরাও

ভাই-বোনের মিষ্টি-মধুর সম্পর্ককে আরও দৃঢ় করার এই উৎসব থেকে বাদ গেলেন না বাংলার তারকারাও।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৪:১৭
Share:

সংগৃহীত চিত্র

বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম ভাইফোঁটা। সদ্যই গোটা দেশ জুড়ে কোথাও ভাইফোঁটা নামে, কোথাও আবার ভাই দুজ নামে সাড়ম্বরে পালিত হল ভাই-বোনের মিষ্টি-মধুর সম্পর্ককে আরও দৃঢ় করার এই উৎসব। বাদ গেলেন না বাংলার তারকারাও।

Advertisement

কোয়েল মল্লিক প্রতি বছরের মতো এই বছরও ‘ঈশ্বর সংকল্প’ নামক এক প্রতিষ্ঠানে গিয়েছিলেন। সেখানকার বিশেষ ভাবে সক্ষম আবাসিকদের সঙ্গে সময় কাটালেন। তাঁদের মঙ্গল চেয়ে ফোঁটা দেন। দেন উপহারও।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও ভাইফোঁটা উপলক্ষ্যে বেশ যত্ন করে আয়োজন করা হয়েছিল। মায়ের কোলে বসে দাদা ইউভানকে ফোঁটা দেয় 'রাজ'কন্যা ইয়ালিনি। শুভশ্রীই মেয়ের হাত ধরে চন্দনের ফোঁটা দেওয়ান ছেলের কপালে।

Advertisement

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও এ দিন বোন পল্লবী চট্টোপাধ্যায়ের কাছে ফোঁটা নিতে দেখা যায়।

রীতিনীতি মেনে দুই দাদার মঙ্গল চেয়ে তাঁদের এ দিন ভাইফোঁটা দেন অপরাজিতা আঢ্য।

ফলে সবটা মিলিয়ে যে তারকার ভাইফোঁটার দিনটা বেশ জমজমাট কেটেছে সেটা বলাই যায়।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement