bollywood celeb diwali Look

‘নমো নমো’ করে দীপান্বিতা লক্ষ্মীপুজো সারলেন শাহরুখ, বাবা-মা হওয়ার পর কেমন গেল সিড-কিয়ারার প্রথম দীপাবলি?

উৎসবের মরসুম তারকারা কেমন ভাবে উদ্‌যাপন করছেন, ভক্তদের কৌতূহলী চোখ যেন সেই দিকেই।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৭:৩৩
Share:
০১ ১২

উৎসবের মরসুম তারকারা কেমন ভাবে উদ্‌যাপন করছেন, ভক্তদের কৌতূহলী চোখ যেন সেই দিকেই।

০২ ১২

কেউ কেউ কাছের মানুষদের সঙ্গে করলেন জমজমাট সেলিব্রেশন, তো কেউ ‘নমো নমো’ করেই সারলেন পুজো। কেমন গেল বলিউডি তারকাদের দীপাবলি?

Advertisement
০৩ ১২

শাহরুখ খানকেই দেখুন। মুম্বইয়ের ‘বাদশা’র বাড়ির পুজো, স্বাভাবিক ভাবেই দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে গোটা ইন্ডাস্ট্রির সঙ্গে উদ্‌যাপন।

০৪ ১২

কিন্তু এ বার তেমনটা কিছুই হয়নি। বরং আড়ম্বরহীন ভাবেই দীপান্বিতা লক্ষ্মীপুজো সারলেন তিনি এবং স্ত্রী গৌরী খান।

০৫ ১২

সমাজমাধ্যমে সেই ঝলক প্রকাশ্যে এনে লিখলেন, ‘শুভ দীপাবলি সকলকে। দেবী লক্ষ্মী সকলের মঙ্গল করুন।’

০৬ ১২

অন্য দিকে এই বছরের পুজোর মরসুম একটু বেশিই ‘বিশেষ’ কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রর কাছে।

০৭ ১২

সন্তানের আগমনের পর এই প্রথম উৎসব তাঁদের। কালীপুজোতেও রংমিলান্তি পোশাকে ধরা দিলেন দু’জনে।

০৮ ১২

দীপাবলিতে রণবীর কপূর ও আলিয়া ভট্টের ‘আদুরে ফ্রেম’।

০৯ ১২

আলোর উৎসবে যেন ঘরের মেয়ে শ্রদ্ধা।

১০ ১২

সন্তানদের ছাড়া উৎসবের জৌলুস কীসের! শুভেচ্ছা জানালেন করণ জোহর।

১১ ১২

দীপাবলিতে সেরা উপহারটাই যেন পেলেন কার্তিক আরিয়ান।

১২ ১২

ঘরে এল নতুন সদস্য। অভিনেতার নতুন সারমেয় বন্ধু চাটোরি আরিয়ান। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement