প্রতীকী চিত্র।
মুম্বইয়ের অন্যতম সেরা দুর্গোৎসব আয়োজিত হয় মুখোপাধ্যায়ের পরিবারের তরফে। সেখানে প্রায় রোজই দেখা মেলে বলিউডের বিভিন্ন তারকাদের। অষ্টমীর সন্ধ্যায় এই পুজোর সাক্ষী থাকতে আসলেন প্রিয়ঙ্কা চোপড়া।
অষ্টমীর সন্ধ্যায় কাজল, রানি মুখোপাধ্যায়দের পরিবারের পুজোয় এসে দেবী প্রণাম করেন অভিনেত্রী। শুধুই কি তাই? দুর্গাপুজোয় আসবেন কেউ, আর দেবীর সঙ্গে ছবি তুলবেন না তাই কখনও হয়? প্রিয়ঙ্কা এ দিন দেবী দুর্গার পাশাপাশি কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ের সঙ্গে গল্প জমান, ছবি তোলেন। সেই সময় মণ্ডপে হাজির ছিলেন চিত্র পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও।
প্রসঙ্গত চলতি বছরই বাবাকে হারিয়েছেন অয়ন। দেব মুখোপাধ্যায়কে ছাড়া এ বারের পুজো বেশ ভারাক্রান্ত মন নিয়েই আয়োজন করা হয়েছে মুখোপাধ্যায়ের পরিবারের তরফে।
মহাষ্টমীর সন্ধ্যায় মুখোপাধ্যায়দের দুর্গাপুজোয় প্রিয়ঙ্কা একটি নীল রঙের চুড়িদার পরে এসেছিলেন। ছোট্ট টিপ এবং ঝুমকোয় নজর কাড়েন এদিন 'দেশি গার্ল'।
‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।