সংগৃহীত চিত্র
'ধর্ম যার যার বড় মা সবার', এ যেন সত্যিই এক আবেগের নাম। দূরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এক বার তাঁর দর্শন পাবেন বলে। কালীপুজোর সময় নৈহাটির স্টেশন থেকে গঙ্গার পাড় পর্যন্ত তিল ধারণের জায়গা থাকে না। কেবল সাধারণ মানুষ নয়, আসেন তারকারাও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দেব থেকে শুরু করে বহু অভিনেতারাই ছবির সাফল্য কামনায় এখানে এসে পুজো দেন। কালীপুজো উপলক্ষ্যেও অনেকে নানা উপহার পাঠিয়েছেন বড়মার জন্য। তবে দীপান্বিতা অমাবস্যার রাতে দেবীর পুজোর সাক্ষী থাকতে বড়মার পুজোয় পৌঁছিয়ে গিয়েছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
বড়মার একদম সামনে বসে এই বাংলার তারকা জুটিকে পুজো দেখতে দেখা যায়। পিচ রঙের একটি শাড়ি পরে, হালকা গয়নায় ধরা দেন এ দিন অভিনেত্রী। ভাইরাল হওয়া ভিডিয়োতে অভিনেত্রীকে বড়মার উদ্দেশ্যে প্রার্থনা জানাতে দেখা গিয়েছে। এ দিন তাঁর পাশেই কালো পাঞ্জাবি, পায়জামায় দেখা গিয়েছে রাজ চক্রবর্তীকে। পরিচালক নিজেও বড়মার পুজোর একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
বড়মার পুজোয় যাওয়ার আগে দীপাবলিতে পারিবারিক কিছু সুন্দর মুহুর্তও কাটান রাজ, শুভশ্রী। সেই ছবি ভাগ করে অনুরাগীদের কালীপুজো এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। মায়ের সঙ্গে ‘টুইনিং’ করে ছোট্ট ইয়ালিনি গোলাপি রঙের লেহেঙ্গা এবং হলুদ টপ পরেছিল। অন্য দিকে যুভানের পরনে ছিল নীল পাঞ্জাবি, সাদা পায়জামা। প্রদীপ, ফুলে বাড়ি সাজিয়ে তুলেছিলেন রাজ, শুভশ্রী, সেই ছবিও ভাগ করে নিতে ভোলেননি তাঁরা।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।