durga puja

Durga Puja 2021: মণ্ডপে কখনও উত্তমকুমার কখনও অমিতাভ, উত্তর থেকে দক্ষিণ, দুর্গাপুজোয় সেজে উঠল কলকাতা

শহরের এবং রাজ্যের বেশ কিছু পুজোর ঝলক আনন্দবাজার অনলাইনে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ১৭:১০
Share:
০১ ১৫

রাজডাঙা নব উদয় সঙ্ঘের প্রতিমা এ বছর ডাকের সাজে। মাতৃরূপও একেবারে সাবেকি।

০২ ১৫

মণ্ডপসজ্জার থিম ‘কোলাজ’।

Advertisement
০৩ ১৫

নলিন সরকার স্ট্রিটের মণ্ডপ সাজল পুরনো ছবির পোস্টারে।

০৪ ১৫

উত্তমকুমার, অমিতাভ বচ্চন থেকে জিৎ— মণ্ডপসজ্জায় চলচ্চিত্রের সে কাল থেকে এ কাল। মিলেমিশে গেল বলিউড থেকে টলিউড।

০৫ ১৫

নলিন সরকার স্ট্রিটের দুর্গা প্রতিমা।

০৬ ১৫

করোনার দুই ঢেউয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। চার দিকে তখন অক্সিজেনের জন্য হাহাকার। সদ্য পেরোনো সেই কঠিন সময়ের কথা মাথায় রেখে সেজে উঠল তেলেঙ্গাবাগানের পুজো।

০৭ ১৫

তেলেঙ্গাবাগানের মণ্ডপসজ্জায় ভাবনা তাই অক্সিজেন সিলিন্ডার।

০৮ ১৫

তেলেঙ্গাবাগানের দুর্গা প্রতিমা।

০৯ ১৫

দমদম পার্ক তরুণ সঙ্ঘে এ বারের পুজোর থিম হালখাতা।

১০ ১৫

মণ্ডপসজ্জার একটি অংশ।

১১ ১৫

দমদম পার্ক তরুণ সঙ্ঘের প্রতিমা।

১২ ১৫

দক্ষিণ কলকাতার মহাপূজা সমিতির পুজো।

১৩ ১৫

মহাপূজা সমিতির আরতি। ছবি: অতনু সাউ, উর্বীশ মুখোপাধ্যায়

১৪ ১৫

মায়ের বিদায়-লগ্নে প্রতিমাকে সিঁদুর ও মিষ্টি দিয়ে বরণ করে নিলেন ‘আর্বানা’ আবাসনের আবাসিকরা।

১৫ ১৫

সিঁদুর-খেলায় অংশ নিয়েছিলেন পরিচালক অরিন্দম শীলও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement