Durga Puja 2019

গার্গী রায়চোধুরীর বেছে দেওয়া সল্টলেকের কিছু সেরা পুজো

কোন কোন মণ্ডপ না দেখলেই মিস? হ্যাটা হতে হবে বন্ধুদের কাছে? রইল সে সবের হদিশ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৯ ১৫:৩০
Share:
০১ ১৯

কোন কোন মণ্ডপ না দেখলেই মিস? হ্যাটা হতে হবে বন্ধুদের কাছে? রইল সে সবের হদিশ।

০২ ১৯

লাবণী হাউজিং এস্টেট তার মধ্যে অন্যতম। আলো-আঁধারির খেলায় এক মায়াবী আলো ছড়িয়ে রয়েছে মণ্ডপ জুড়েই। রয়েছে শিল্পের ছোঁয়া।

Advertisement
০৩ ১৯

মহালয়ার পর থেকেই মানুষ আসতে শুরু করেছে লাবণী হাউজিং এস্টেট প্যান্ডেলে। উৎসাহী দর্শক পুজো শুরুর আগেই ঘুরে আসছেন ভিড় এড়ানোর জন্য।

০৪ ১৯

এ ই ব্লক বরাবরই সল্টলেকের সেরা পুজোগুলির অন্যতম। এ বছরও এখানকার প্রতিমার স্নিগ্ধ রূপ প্রশংসিত হয়েছে দর্শনার্থীদের কাছে।

০৫ ১৯

এখানকার অপরূপ মণ্ডপসজ্জা দেখতে দর্শনার্থীরা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন। মণ্ডপসজ্জায় উঠে এসেছে একটা গোটা বাস। যা নজর কেড়েছে সবার।

০৬ ১৯

এ জে ব্লক সল্টলেকের নামকরা পুজোগুলির একটি। প্রতি বছরই মণ্ডপসজ্জায় চমক থাকে এদের। এ বার রঙিন আলোকের সাজে সেজে উঠেছে এই মণ্ডপ।

০৭ ১৯

প্রতিমাসজ্জায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। প্রতিমার স্নিগ্ধরূপ নজর কেড়েছে দর্শনার্থীদের।

০৮ ১৯

সল্টলেকের এ কে ব্লকের মণ্ডপে মাকড়সার জালের মধ্যে বিরাজমান মা দুর্গা। প্রতিমার স্নিগ্ধ রূপ দেখতে এই মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে ইতিমধ্যেই। প্রতিমার আদলও মণ্ডপের মতোই চোখধাঁধানো।

০৯ ১৯

প্যান্ডেলে ঢুকেই চোখে পড়বে একটা ব়ড় মাকড়সা। প্রতিমাসজ্জায় আছে নজরকাড়া শিল্পনৈপুণ্য।

১০ ১৯

থিম পুজো নয়, বরং সাবেকিয়ানায় ভরসা রেখেছেন সল্টলেকের বি কে ব্লকের উদ্যোক্তারা।

১১ ১৯

প্রতি বছরের মতো এ বারও বি কে ব্লক তাদের অভিনবত্ব বজায় রেখেছে।

১২ ১৯

সল্টলেক পূর্বের পুজোয় প্রতিমা ও মণ্ডপসজ্জায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। আলোতেও রয়েছে বাহারি চমক।

১৩ ১৯

পদ্ম ফুলের উপর বিরাজমান মা দুর্গা। মায়ের সেই স্নিগ্ধ রূপ নজর কেড়েছে দর্শনার্থীদের।

১৪ ১৯

ই সি ব্লক সল্টলেকের অন্যতম সেরা পুজো। আলোকসজ্জার বিশেষ চমক থাকছে এই প্যান্ডেলে।

১৫ ১৯

প্রতিমার রূপে থাকছে সাবেকিয়ানার ছোঁয়া। মা দুর্গার মনভোলানো সেই রূপে মুগ্ধ হবেন আপনিও।

১৬ ১৯

এফ ডি ব্লকের পুজোয় সব বছরেই থাকে বিশেষ থিমের চমক। এ বার তাদের থিম গালিভার্স ট্রাভেলস-এর দুনিয়া।

১৭ ১৯

তবে প্রতিমাসজ্জায় রয়েছে সাবেকিয়ানা। এই মণ্ডপ ছোট-বড় সবাইকে মুগ্ধ করছে।

১৮ ১৯

নিউটাউন বলাকার পুজো প্রতি বছরের মতো এ বছরও চোখ টেনেছে দর্শনার্থীদের।

১৯ ১৯

নীলাভ আলোকসজ্জায় এক মায়াবী আলো ছড়িয়ে রয়েছে মণ্ডপ জুড়েই। বিগ্রহ এই আলোয় আরও মায়াবী হয়ে উঠেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement