‘অপরূপা’ কালেকশন
দুর্গাপুজো মানেই বাঙালির প্রাণের উৎসব। তাই পুজোয় নিজেকে কী ভাবে সাজিয়ে তোলা যায় সেই পরিকল্পনা চলতে থাকে অনেকদিন ধরেই। নতুন পোশাকের সঙ্গে সাবেকি গয়না মিলিয়ে নিজেকে ঐতিহ্য আর আধুনিকতার সংমিশ্রণে সাজিয়ে তোলাই এখন ট্রেন্ড। উৎসবের এই মুহূর্তগুলিকে আরও বিশেষ করে তুলতে ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’ আবারও নিয়ে এসেছে তাদের এক্সক্লুসিভ দুর্গাপুজো কালেকশন—‘অপরূপা’।
‘অপরূপা’ কালেকশন শুধু অলঙ্কারের বাহারি নকশাই নয়, নারীর অন্তর্নিহিত সৌন্দর্য ও শক্তিকেও উদ্যাপন করে। বাঙালিরা পুজোর দিনে ঐতিহ্যবাহী সাজেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেই ভাবনা থেকেই সাধ্যের মধ্যে, বনেদি ছোঁয়া এবং পুরনো দিনের নকশার অসংখ্য গয়নার সমাহার সাজিয়েছে ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’।
চোকার, সীতাহার, অ্যান্টিক গোল্ড কিংবা ডায়মন্ড, সব ধরনের সাবেকি গয়নার ঝলক রয়েছে এই সংগ্রহে। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘অপরূপা’ কালেকশনের উপর নির্মিত একটি বিশেষ মিউজ়িক ভিডিয়ো। ঢাকের বাজনা, ধুনুচি নাচ, সন্ধ্যারতি, আলপনা— সব মিলিয়ে বাঙালির পুজোর রঙিন আবহকে গানে-সুরে তুলে ধরা হয়েছে সেখানে।
এই মিউজ়িক ভিডিয়োতে দেখা গেছে অভিনেত্রী ইশা সাহা, মধুমিতা সরকার থেকে শুরু করে সৌরসেনী মৈত্র এবং স্বস্তিকা দত্তকেও। এই মিউজ়িক ভিডিয়োতে সবাইকেই লাল সাবেকি পোশাকে দেখা গিয়েছে গানের তালে তাল মেলাতে।
বর্তমানে দেশ জুড়ে ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’-এর ১৬৭টি শো’রুম রয়েছে। ইতিমধ্যে সমস্ত শো’রুমেই পাওয়া যাচ্ছে ‘অপরূপা’র সাবেকি গয়নার সম্ভারগুলি। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। তাই আর দেরি না করে এই দুর্গাপুজোয় ‘অপরূপা’র সাবেকি গয়নায় নিজেকে সাজিয়ে তুলতে আজই চলে যান আপনার নিকটবর্তী স্টোরে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।