Men's fashion Tips for Durga Puja

এ বার পুজোয় সঙ্গে থাক প্রসেনজিতের স্টাইল টিপ্‌স! 'দেবী চৌধুরানী'র প্রচারের মতো লুকে সাজিয়ে তুলুন নিজেকে

এই শারদীয়ায় কিন্তু আপনার সাজের অনুপ্রেরণা হতেই পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৪
Share:
০১ ১০

বড়দা, প্রসেনজিৎ, বুম্বাদা—বাংলা বিনোদন জগতে একটাই নাম, যার পরিচিতি বহু রূপে। এ বার পুজোয় সেই ফ্যাশন-দুরস্ত নায়ককেই যদি দেখেন চারপাশে, তাতে অবাক হবেন না। কারণ? সদ্য মুক্তি পাওয়া 'দেবী চৌধুরাণী' ছবির প্রচার মঞ্চে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পোশাক নির্বাচনের ঝলক দেখে ইতিমধ্যেই ফ্যাশন মহলে শুরু হয়ে গিয়েছে আলোচনা। এই পুজোয় তাঁর সেই সাজ হতে পারে আপনার জন্য নতুন 'ফ্যাশন গোল'।

০২ ১০

পুজো মানেই তো নতুন সাজ, নতুন ছন্দ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর প্রচারের ঝলকে যেন এক এক দিন এক এক মেজাজ ধরেছেন।

Advertisement
০৩ ১০

কখনও মঞ্চে পরেছেন কালো টি-শার্টের ওপর হালকা বাদামি বা বেইজ রঙের ভেস্ট, সঙ্গে মানানসই জিনস্‌। গোল ফ্রেমের সানগ্লাস আর হাতে ব্রেসলেট—দেখলে মনে হতে পারে, এই বুঝি এক আধুনিক রক্‌স্টার।

০৪ ১০

আবার কখনও হালকা রঙের চেন-স্ট্রাইপ প্রিন্টের গাঢ় নীল শার্টে তিনি একেবারে ক্যাজ়ুয়াল আড্ডার মেজাজে। কবজিতে ঘড়ি আর হাতে আংটি—এই লুকে আরাম আর ফ্যাশন মিলেমিশে একাকার।

০৫ ১০

কিন্তু উৎসবের রং যখন লাগে, তখন তো চাই সাবেকিয়ানা। টেরাকোটা বা মরচে রঙের চেক-ডিজাইনের কুর্তায় প্রসেনজিৎ ধরেছেন সেই সাবেকিয়ানা, যা অষ্টমী বা নবমীর অঞ্জলির জন্য একে বারে আদর্শ। এই কুর্তার কাট বা ডিজাইন কিন্তু গতানুগতিক নয়, বরং তাতে রয়েছে আধুনিক ডিজাইনের ছোঁয়া।

০৬ ১০

এ দিকে কালো আর সোনালী জরির কাজ করা কুর্তাটি যেন সরাসরি উৎসবের রাতের জন্য তৈরি। সঙ্গে মানানসই ব্রেসলেট—জমকালো অনুষ্ঠানে নজর কাড়তেই হবে।

০৭ ১০

এ ছাড়াও রয়েছে সামরিক সবুজ (মিলিটারি গ্রিন) কুর্তা-পাজামা, যা অভিজাত আর ফ্যাশনেবল।

০৮ ১০

আবার একটি ইভিনিং পার্টির জন্য বেছে নেওয়া গাঢ় ও মাঝারি বাদামি রঙের দ্বৈত-টোন (ডুয়াল-টোন) কুর্তা, যার অসমান গলার কাজ নজর কেড়ে নেয়।

০৯ ১০

ভ্রমণ বা সাধারণ দিনের জন্য রয়েছে কালো ট্র্যাক জ্যাকেট এবং টুপি বা ধূসর ওভারসাইজড টি-শার্ট। কালো ফ্রেমের চশমা আর হালকা রঙের চিনো প্যান্টের এই লুকে রয়েছে এক আরামদায়ক আধুনিকতা।

১০ ১০

এই পুজোয় আপনিও এই ভাবে সেজে মাতিয়ে তুলতে পারেন আপনার পুজো পরিক্রমা। (‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।) (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement