Durga Puja Look

এ বছরের ভাইরাল হেয়ারকাটের খোঁজ রাখেন? উৎসব-সাজে আপনাকে পাল্টে দেবে মুহূর্তেই

এ বারের ভাইরাল হেয়ারকাটের ভাঁড়ারে আছে স্টাইল আর পরীক্ষা-নিরীক্ষার দারুণ মিশ্রণ। লেয়ার, বব থেকে শুরু করে ট্রেন্ডি ব্যাংস, সবই এখন ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকার শীর্ষে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০০
Share:

প্রতীকী চিত্র

পুজো মানে তো শুধু নতুন জামা নয়, সেই সঙ্গে নতুন চুলের কায়দাও বটে। চমকে দেওয়া হেয়ারকাট উৎসব সাজে আলাদা মাত্রা এনে দিতে পারে নিমেষেই। পার্লারে ছোটার আগে তাই বরং জেনে নিন

Advertisement

ভাইরাল হওয়া কোন হেয়ারকাটগুলো এখন ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছে।

সমাজমাধ্যমের চর্চা থেকে শুরু করে তারকাদের সাজকাহন, সব জায়গাতেই এখন নজর কাড়ছে এক্সপেরিমেন্টাল লেয়ার, বোল্ড বব আর স্টাইলিশ ব্যাংস। চুলের এই জনপ্রিয় ছাঁটগুলো শুধু স্টাইলিশই নয়, বরং সহজে যত্নে রাখা যায়। মুখের গঠনকেও তা সুন্দর ভাবে তুলে ধরে। শারদীয়ায় নতুন লুক নিয়ে একটু পরীক্ষা-নিরীক্ষা করতে চাইলে এ বছরের হেয়ার কাট ট্রেন্ডে গা ভাসানো যায় অনায়াসেই।

Advertisement

এ বছর চুলের ফ্যাশনে যে ছাঁটগুলো ইতিমধ্যেই ভাইরাল-

১.বাটারফ্লাই কাট: লম্বা লেয়ারের সঙ্গে সামনের দিকটা হালকা এবং ছোট করে কাটা। ফলে মুখের গঠন ভরাট এবং সুন্দর দেখায়।

২.জেলিফিশ কাট: উপরে ছোট আর নীচে লম্বা লেয়ার কাট। টিকটক ও ইনস্টাগ্রামে খুব জনপ্রিয়।

৩. ফ্রেঞ্চ বব: ছোট, ব্লান্ট কাট বব, ভীষণ রকম কেতাদুরস্ত এবং অভিজাত লুক।

৪.বোহো লব: ঢেউ খেলানো, নরম ও সহজ স্বাভাবিক লুক।

৫.টর্ন ব্যাংস: সামনে এলোমেলো ফ্রিঞ্জ, খুব ক্যাজুয়াল দেখায়।

৬.মডার্ন র‍্যাচেল কাট: জেনিফার এনিস্টনের সেই আইকনিক কাটের নতুন সংস্করণ।

অর্থাৎ, এক দিকে যখন ক্লাসিক বব ও লেয়ার্স ফিরছে, অন্য দিকে দুনিয়া কাঁপাচ্ছে এক্সপেরিমেন্টাল জেলিফিশ বা বাটারফ্লাই কাট। হরেক রকম নতুন চুলের কায়দায় এখন নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলছে সকলেই। আপনিও চাইলে এমনই কোনও চমকদার চুলের ছাঁটে নজর কাড়তেই পারেন।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement