Benefits of rice paper mask

পুজোর আগে ত্বকে সতেজতা আনতে চান? খুব সহজেই বানিয়ে ফেলুন রাইস পেপার মাস্ক

বাড়িতে রাইস পেপার মাস্ক বানানো খুব সহজ। এটি ত্বককে আর্দ্র এবং টানটান করে। মুখে আনে প্রাকৃতিক জেল্লা। ফলে উৎসবের দিনে আপনাকে দেখাবে আরও সতেজ ও ঝলমলে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫২
Share:

প্রতীকী চিত্র

পুজোর আগে ত্বককে তরতাজা ও উজ্জ্বল করে তুলতে চাই ঘরোয়া যত্ন। রাইস পেপার মাস্ক এমনই এক সহজ কিন্তু কার্যকরী উপায়, যা বাড়িতেই বানানো যায়। এটি ত্বককে আর্দ্র এবং টানটান করে মুখে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা। কয়েক মিনিট সময় দিলেই এই মাস্ক আপনাকে পুজোর আগে এনে দেবে পার্লারের মতো জেল্লা।

Advertisement

রাইস পেপার মাস্ক বানানোর পদ্ধতি -

প্রয়োজনীয় উপকরণ:

Advertisement

রাইস পেপার (অনলাইনে বা এশিয়ান স্টোরে পাওয়া যায়)

গোলাপ জল / গ্রিন টি / দুধ (যেটা আপনার ত্বকের জন্য মানানসই)

মধু / অ্যালোভেরা জেল / দই (ঐচ্ছিক, বাড়তি পুষ্টির জন্য)

মাস্ক বানানোর নিয়ম:

১. একটি বাটিতে হালকা গরম জল বা গোলাপ জল নিন।

২.রাইস পেপার ছোট ছোট শিট কেটে নিন (মুখের আকারে কেটে নেওয়া ভাল)।

৩. রাইস পেপারের শিট ১০-১৫ সেকেন্ড ওই তরলে ভিজিয়ে নরম করে নিন।

৪.চাইলে ভেজানো রাইস পেপারে হালকা করে অ্যালোভেরা জেল বা মধু লাগিয়ে নিন।

৫.মুখে আলতো হাতে শিট বসিয়ে দিন।

৬. মিনিট ১৫ রেখে দিন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

রাইস পেপার মাস্কের উপকারিতা:

ত্বক টানটান করে - ত্বককে টেনে রাখে ফলে তা ঝুলে যায় না। প্রাকৃতিক জেল্লা আনে যাতে মুখ সতেজ দেখায়।

গভীরে আর্দ্রতা জোগায় - শুষ্ক ত্বককে নরম ও মসৃণ করে। আরও উজ্জ্বল করে তোলে।

জেল্লা আনে - ত্বকে এনে দেয় উজ্জ্বলতা। ফলে পুজোর আগে ঝলমলে দেখায়।

তেলে রাশ টানা - মাস্কের তরলে দই/গ্রিন টি মেশালে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব কমে। ত্বকে তেলের ভারসাম্য বজায় রাখে।

ছিদ্র বুজিয়ে দেয়- নিয়মিত ব্যবহার করলে ত্বকের বড় ছিদ্র ছোট দেখায়।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement