Durga Puja 2020

ইনস্টাগ্রামের মেক আপ টিপসে জমে যাক পুজোর সাজ!

জলদি মেক আপ থেকে মঞ্চের মানানসই সাজ, বিয়েবাড়ির সাজগোজ থেকে কনের রূপটান-মিলে যাবে সবেরই টিপস।

Advertisement

পরমা দাশগুপ্ত

কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ১৭:০০
Share:

প্রত্যেকের মুখের আকার, ত্বকের রং বা ধরন আলাদা। ছবি: শাটারস্টক।

গোটা লকডাউন কেটে গিয়েছে ভিডিয়ো কলে সাজগোজ করে। এখনও দরকার ছাড়া খুব একটা বেরচ্ছেন, তেমনটা নয়। পুজোতেও যে ঘোরাঘুরি হবে, সেটাও ঠিক নেই এখনও। তা বলে কি সাজ হবে না? খুব হবে! সঙ্গে জমিয়ে মেক আপও। আর তাই এই বেলা বরং ঝটপট শিখে ফেলুন মেক আপে নজর কাড়ার কিছু টিপস।

Advertisement

পার্লার যাচ্ছেন না? কুছ পরোয়া নেই! ইনস্টাগ্রাম বা ইউটিউব তো আছে। আজকাল এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে বহু মেক আপ শিল্পীই শেয়ার করছেন প্রশিক্ষণ ভিডিয়ো।

জলদি মেক আপ থেকে মঞ্চের মানানসই সাজ, বিয়েবাড়ির সাজগোজ থেকে কনের রূপটান-মিলে যাবে সবেরই টিপস। রয়েছে মেক-আপে হাতেখড়ি কিংবা নিজের ভাবনা ও দক্ষতাকে ঘষেমেজে নেওয়ার সুযোগও।

Advertisement

আপনার জন্যই ইনস্টাগ্রামের হাজারো টিপসের ভিড় থেকে বাছাই করা রইল মেক আপে নজরকাড়া হয়ে ওঠার বেশ কিছু উপায়-

আরও পড়ুন: পুজোয় এই সব নেল আর্টই ভাইরাল হতে পারে সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুন: সেরামিকের এই সব গয়নায় বাজিমাত পুজোর ফ্যাশনে

চোখের পাতার উপরে কনসিলার লাগিয়ে তার উপরে আই শ্যাডো ব্যবহার করুন।

আরও পড়ুন: পুজোর সাজে ব্যাগও চাই, বাছুন কিনুন গুণ জেনে

কী ভাবছেন? পুজোর আগে টিপসগুলো এক বার পরখ করে দেখবেন নাকি? মহড়ার মতো?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন