Lipstick Hacks

লিপস্টিক ঘেঁটে যায় একটুতেই? সহজ এই কৌশলে খাবার খাওয়ার পরেও টিকে থাকবে ঠোঁটের রং!

লিপস্টিক যাতে ঘেঁটে না যায় বা কিছু খেলেই উঠে না যায়, তার জন্য কয়েকটা কৌশল মেনে চললেই হবে সব সম্যসার সমাধান। দীর্ঘক্ষণ রঙিন থাকবে আপনার ঠোঁঁটজোড়া।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৪
Share:

প্রতীকী চিত্র

অনেক সময়ে খাওয়ার পরে বা একটু ঘষা লাগলেই উঠে যায় বা ঘেঁটে যায় লিপস্টিক। তবে কয়েকটা সহজ কৌশল, যেমন- ঠোঁটের এক্সফোলিয়েশন, বেস তৈরি, লিপ লাইনার ব্যবহার, টিস্যু ব্লটিং আর পাউডার সেটিং করলে লিপস্টিক বহু ক্ষণ সুন্দর ভাবে টিকে থাকবে। তার পরে পুজোর সাজে আপনার ঠোঁটই নজরকাড়া!

Advertisement

লিপস্টিক দীর্ঘস্থায়ী করার উপায়:

১.ঠোঁট পরিষ্কার ও মসৃণ রাখুন: লিপস্টিক লাগানোর আগে ঠোঁট হালকা স্ক্রাব করুন। শুকনো ঠোঁটে লিপস্টিক টেকে না, তাই হালকা লিপবাম লাগিয়ে ১–২ মিনিট পরে টিস্যু দিয়ে মুছে নিন।

Advertisement

২.বেস তৈরি করুন: কনসিলার বা ফাউন্ডেশন হালকা করে ঠোঁটে লাগিয়ে নিলে লিপস্টিক বেশি ক্ষণ টিকে থাকে। এতে আসল শেডটাও উজ্জ্বল দেখায়।

৩.ম্যাট ফিনিশ বেছে নিন: ক্রিমি বা গ্লসি লিপস্টিক সহজে ঘেঁটে যায়। ম্যাট বা সেমি-ম্যাট লিপস্টিক বেশি সময় টিকে থাকে।

৪. লিপ লাইনার ব্যবহার করুন: লিপলাইনার দিয়ে ঠোঁট আউটলাইন ও ভিতরটা হালকা ভরাট করে নিলে লিপস্টিক ছড়িয়ে যায় না, টিকেও থাকে অনেক ক্ষণ।

৫.লেয়ারিং টেকনিক ব্যবহার করুন: প্রথমে পাতলা করে লিপস্টিক পরুন। টিস্যু দিয়ে হালকা চেপে ধরুন তার উপরে। এ বার আবার লিপস্টিক পরুন। এতে রং লক হয়ে যাবে ঠোঁটে।

৬.পাউডার সেটিং করুন: লিপস্টিক দেওয়ার পরে টিস্যু ঠোঁটে রেখে হালকা ট্রান্সলুসেন্ট পাউডার দিন। এতে লিপস্টিকে আসবে ম্যাট ফিনিশ এবং তা দীর্ঘস্থায়ী হবে।

৭.লিকুইড/ট্রান্সফার-প্রুফ লিপস্টিক: লিকুইড ম্যাট বা ট্রান্সফার-প্রুফ লিপস্টিক অনেক ক্ষণ পর্যন্ত, খাবার খাওয়ার পরেও ঠিক থাকে।

৮.খাওয়ার আগে সামান্য ব্লট করুন: খাওয়ার আগে ঠোঁট টিস্যু দিয়ে হালকা ব্লট করলে অতিরিক্ত স্তর উঠে যাবে। এতে খাওয়ার সময়ে লিপস্টিক কম ছড়াবে।

এই ছোট্ট পদ্ধতিগুলি মানলে সহজেই ৭-৮ঘণ্টা পর্যন্ত লিপস্টিক টিকে থাকবে।

বাড়তি টোটকা: খুব তৈলাক্ত খাবার খেলে লিপস্টিক তাড়াতাড়ি উঠে যায়। তাই খাওয়ার সময়ে একটু খেয়াল রাখলেই ভাল ফল পাবেন।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement