Short hair styling tips & Ideas

ছোট চুলেই বাহারি কায়দায় জমবে পুজোর সাজ! কী ভাবে? রইল 'স্টাইলিং'-এর টিপ্‌স

ঠিক মতো নিজেকে সাজিয়ে তুলতে পারলে ছোট চুলেও নজরকাড়া লুক পেতে পারেন মহিলারা। কী ভাবে করবেন স্টাইলিং? জেনে নিন।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫২
Share:
০১ ১০

পুজোর সময় শুধু পোশাকে নয়, সাজসজ্জায়ও থাকা চাই নতুনত্বের ছোঁয়া। ছোট চুলের মহিলারা যদি ভাবেন, তাঁদের স্টাইলিংয়ের সুযোগ কম। তাহলে বলতে হবে, এই ধারণা ভুল। ছোট চুলেও বিভিন্ন ধরনের স্টাইল করে পুজোর ফ্যাশনে নতুন মাত্রা যোগ করা যায়।

০২ ১০

হেয়ার ব্যান্ড দিয়ে স্টাইলিং: ছোট চুলের স্টাইলিংয়ের সবচেয়ে সহজ উপায় হল, একটি স্টাইলিশ হেয়ার ব্যান্ড ব্যবহার করা। পোশাকের সঙ্গে মানানসই একটি হেয়ার ব্যান্ড আপনার লুক পাল্টে দিতে পারে।

Advertisement
০৩ ১০

বাহারি ক্লিপের ব্যবহার: চুলে অতিরিক্ত কিছু না করে শুধুমাত্র একটি বা দুটি সুন্দর ক্লিপ ব্যবহার করতে পারেন। পাথর বসানো, মুক্তোর কাজ করা বা ফ্লোরাল ডিজাইনের ক্লিপ ব্যবহার করা যায়।

০৪ ১০

সাইড পার্ট করে এক্সেসরিজ: চুলকে একপাশে আঁচড়ে নিন এবং চুলের একপাশে একটি বড় ক্লিপ বা ফুলের সাজ ব্যবহার করুন। ছোট চুলের জন্য এই স্টাইলটি খুবই মানানসই।

০৫ ১০

স্কার্ফ বা বান্দানা স্টাইল: একটি রঙিন স্কার্ফ বা বান্দানা দিয়ে চুল বেঁধে নিতে পারেন। এটি চুলকে এলোমেলো হওয়ার হাত থেকে বাঁচায় এবং একই সঙ্গে একটি বোহেমিয়ান ও স্টাইলিশ লুক দেয়।

০৬ ১০

শর্ট বব হেয়ারস্টাইল: আপনার যদি শর্ট বব কাট থাকে, তা হলে পুজোর সময় এটি খুব সহজেই ফ্লন্ট করতে পারেন। জেল বা সিরাম ব্যবহার করে চুলকে সেট করে রাখুন, যাতে শাইনি ও পলিশড লুক আসে।

০৭ ১০

কার্লি বা ওয়েভি লুক: ছোট চুলকে কার্ল বা ওয়েভি করে দেখতে পারেন। এটি চুলকে আরও ভলিউম দেবে এবং রোমান্টিক লুক তৈরি করবে। হালকা হেয়ার স্প্রে ব্যবহার করে কার্লগুলি সেট করে রাখতে পারেন।

০৮ ১০

টুইস্ট স্টাইল: সামনের দিকের চুল অল্প করে নিয়ে দু’পাশে টুইস্ট করে পেছনে ক্লিপ দিয়ে আটকে দিন। এটি চুলের দৈর্ঘ্য অনুযায়ী বিভিন্নভাবে করা যায় এবং এটি একটি আধুনিক লুক দেয়।

০৯ ১০

পাফ তৈরি করে স্টাইলিং: মাথার সামনের দিকের কিছু চুল নিয়ে একটি ছোট পাফ তৈরি করুন। এটি আপনাকে একটি আকর্ষণীয় লুক দেবে। পাফটি ক্লিপ দিয়ে সুরক্ষিত করতে ভুলবেন না।

১০ ১০

ফোরহেড ব্রেড: সামনের দিকের চুল নিয়ে একটি ছোট বিনুনি করে কপালের পাশ দিয়ে নিয়ে যান এবং পেছনে ক্লিপ দিয়ে আটকে দিন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement