প্রতীকী চিত্র
পুজোর আগে নতুন জামাকাপড়ের সঙ্গে মানানসই গয়না কেনার আনন্দই আলাদা। কলকাতার বিভিন্ন শপিং হাব, যেমন– বেহালা বাজার, গড়িয়াহাট, হাতিবাগান, খিদিরপুর, নিউ মার্কেট বা দক্ষিণাপণ, সব জায়গাতেই সোনা-রুপো থেকে শুরু করে হালফ্যাশনের ইমিটেশন গয়নার অঢেল সম্ভার। পোশাকের পাশাপাশি গয়না বিকিকিনিতেও এই বাজারগুলো তাই পুজোর আগে জমজমাট হয়ে ওঠে।
গয়না কেনার জনপ্রিয় ঠিকানা:
বেহালা বাজার – এখানে অনেক ছোট-বড় দোকান রয়েছে, বিশেষত সোনা আর রুপোর গয়নার জন্য। দাম তুলনামূলকভাবে একটু কম। স্থানীয় দোকানগুলিতে সোনা-রুপো ও ফ্যাশন জুয়েলারি, দুয়েরই ভাল সংগ্রহ থাকে। পুজোর আগে ভিড়ও হয় অনেকটাই।
গড়িয়াহাট – দক্ষিণ কলকাতার শপিং হাব বলা যায় একে। এখানে বিভিন্ন বড় ব্র্যান্ডের সোনার দোকান যেমন আছে, তেমনই রুপো, ইমিটেশন ও ট্রেন্ড মাফিক অক্সিডাইজড জুয়েলারিও পাওয়া যায়।
হাতিবাগান – উত্তর কলকাতার সবথেকে ব্যস্ত বিকিকিনির ঠিকানা। এখানে ঐতিহ্যবাহী সোনার গয়না, রুপোর বাসনপত্র, আর ফ্যাশন জুয়েলারির বিরাট পসরা থাকে। অলিগলির অজস্র দোকানে সমস্ত রকমের গয়না, আর্টিফিশিয়াল জুয়েলারি– সবই পাওয়া যায়। দাম তুলনামূলক ভাবে কম এবং হরেক ধরনের গয়না রয়েছে সর্বত্র।
খিদিরপুর – এখানেও স্থানীয় দোকানগুলিতে রুপো ও ঝুটো গয়নার ভাল সংগ্রহ পাওয়া যায়।
নিউ মার্কেট (হগ মার্কেট) – ফ্যাশন জুয়েলারি, কস্টিউম জুয়েলারি, অক্সিডাইজড সেট, সব কিছুই পাবেন এক জায়গায়। সস্তায় নজরকাড়া গয়না কিনতে এখানে ঢুঁ মারতেই পারেন। এখানে আধুনিক ও হালফ্যাশনের ইমিটেশন গয়নার অনেক দোকান আছে।
দক্ষিণাপণ শপিং কমপ্লেক্স – এখানে বিভিন্ন রাজ্যের এম্পোরিয়াম রয়েছে। ট্রাইবাল গয়না, অক্সিডাইজড, হাতে তৈরি ও শৈল্পিক গয়নার খোঁজে এখানে ঘুরে আসাই যায়।
টিপ্স:
সোনার গয়না কিনলে সব সময়ে হলমার্ক দেখে কিনুন।
বাজেট কম হলে অক্সিডাইজড বা ইমিটেশন গয়না কিনতে পারেন দক্ষিণাপণ, হাতিবাগান, নিউ মার্কেট থেকে।
পুজোর আগে গয়না কেনাকাটায় বিভিন্ন ছাড় থাকে, তা খেয়াল রাখবেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।