দুর্গাপুজোর সাজে ব্লাউজ বা কুর্তির নেকলাইন তো বেছে নিয়েছেন পছন্দমতো। এ বার তার সঙ্গে মানানসই সঠিক গয়নাটাও বাছতে হবে তো! দুয়ে মিলিজুলি হলে আপনার সাজ পাবে এক আলাদা মাত্রা। কোন নেকলাইনে কোন ধরনের গয়না মানানসই হবে, তা বুঝে নেওয়ার কিছু সহজ টিপ্স রইল। ঝটপট দেখে নিন।
১। গোল গলা : এই ধরনের নেকলাইন খুব সাধারণ এবং দেখতেও ভাল লাগে। এর সঙ্গে সাধারণত ছোট বা মাঝারি দৈর্ঘ্যের নেকলেস ভাল মানায়। পরা যেতে পারে একটি ছোট পেন্ডেন্ট বা স্টেটমেন্ট নেকলেস, যা গলার ঠিক নীচ পর্যন্ত থাকে। যদি গয়না কম পরতে চান, তবে একটি সাধারণ কিন্তু সুন্দর চেনও পরা যেতে পারে।
২। ভি-গলা : ভি-নেক গলার ডিজাইন একটু বেশি গভীর হয়। তাই এর সঙ্গে ভি-আকৃতির লকেট বা এমন নেকলেস পরা উচিত, যা গলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একটি সুন্দর লকেট যুক্ত নেকলেস এই ধরনের নেকলাইনে আকর্ষণীয় লাগে। এ ছাড়া, লম্বা চোকার বা একটু বড় মাপের নেকলেসও এই নেকলাইনের সঙ্গে মানানসই।
৩। বোট নেক : এই ধরনের নেকলাইন সাধারণত কাঁধের কাছাকাছি থাকে। এ ক্ষেত্রে লম্বা চেন বা লকেট পরা উচিত। একটি চওড়া চোকার বা কলার স্টাইলের নেকলেস এই ধরনের নেকলাইনে দারুণ দেখায়। এ ছাড়া, কোনও স্টেটমেন্ট দুল পরলে নেকলেসের আর দরকার হয় না।
৪। সুইটহার্ট নেকলাইন : এই নেকলাইনটি বুকের উপরে একটি মিষ্টি বাঁক তৈরি করে, যা বেশ সুন্দর দেখায়। এর সঙ্গে একটি ছোট পেন্ডেন্ট বা একটি সাধারণ নেকলেস পরা যেতে পারে। চাইলে লম্বা চেনযুক্ত লকেটও পরতে পারেন, যা আলাদা করে চোখ টানবে।
৫। কলার নেক : শার্ট কলার বা হাই কলার ব্লাউজের সঙ্গে সাধারণত গলায় কোনও কিছু না পরাই ভাল। পরিবর্তে বড় ঝুমকা বা আকর্ষণীয় কানের দুল বেছে নিতে পারেন।
তবে হ্যাঁ, শুধু গয়না নয়। তার আগে কুর্তি বা ব্লাউজের নেকলাইন বাছাইয়ের ক্ষেত্রে শরীরের গড়নকে গুরুত্ব দেওয়া জরুরি। যেমন— ১। আওয়ার গ্লাস ফিগার হলে ভি-নেক, স্কুপ-নেক বা সুইটহার্ট-নেক গলা আর কলারবোনকে সুন্দর করে তুলে ধরে। সঙ্গে পরতে পারেন লম্বা চেন বা লেয়ার্ড পেন্ডেন্ট।
২। পিয়ার শেপড ফিগার-এ ভি-নেক বা স্কুপ-নেক গলার দিকে চোখ টানে, ভারী কোমরের দিকে নজর যায় না। এর সঙ্গে ছোট্ট চোকার বা ঝলমলে স্টেটমেন্ট নেকপিস দারুণ মানায়।
৩। চৌকো ধাঁচের ফিগার হলে রাউন্ড, স্কোয়ার বা কলার নেকলাইনে চেহারা ভরাট দেখায়। এর সঙ্গে মানিয়ে যায় অ্যান্টিক রুপোর হার বা বিডসের গয়না।
দুর্গাপুজোয় শাড়ি জামদানি হোক বা সিল্ক, গয়না হোক সোনা, মুক্তো কিংবা অক্সিডাইজড— নজরকাড়া সাজের চাবিকাঠি কিন্তু সঠিক নেকলাইনেই। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।