Fashion Tips

পুজোয় সাবেকি সাজের বদলে ‘শর্টস্‌’ বা ‘ব্যাকলেস’ পরতে চান? পোশাক সামলাতে কী করবেন?

নানা রকম সাজ-সজ্জার ভিড়ে অনেক সময় সাহসী পোশাক পরে তাক লাগাতে কার না মন চায়! কিন্তু সাহসী পোশাকের জন্য সাহসেরও তো দরকার।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৯
Share:
০১ ০৯

নানা রকম সাজ-সজ্জার ভিড়ে অনেক সময় সাহসী পোশাক পরে তাক লাগাতে কার না মন চায়! কিন্তু সাহসী পোশাকের জন্য সাহসেরও তো দরকার। ছোট স্কার্ট অথবা ব্যাকলেস পোশাক পরতে গেলেই আত্মপ্রকাশের অভাব?

০২ ০৯

কখনও ভেবে দেখেছেন, বলিউডের ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে বাংলার কৌশানী মুখোপাধ্যায়, বোল্ড পোশাকে কী ভাবে সামলান নিজেদের? সমস্যার কিছুই নয়, শুধু মাথায় রাখতে হয় সহজ কিছু টিপ্‌স।

Advertisement
০৩ ০৯

স্বচ্ছ অন্তর্বাস অনেক সময়তেই সিভলেস অথবা অফ শোল্ডার ব্লাউজ় পরার সময় অন্তর্বাসের স্ট্র্যাপ সামলাতে গিয়েও হিমশিম খেতে হয়।

০৪ ০৯

এ ক্ষেত্রে যদি ‘বুব টেপ’-এও অনীহা থাকে, তা হলে স্বচ্ছ অন্তর্বাসই হতে পারে শেষ মুহূর্তের সঙ্গী।

০৫ ০৯

সিমলেস অন্তর্বাস ‘স্লিট’ পোশাক বা ছোট এবং টাইট পোশাক পরার সময় ব্যবহার কর‍তে পারেন সিমলেস অন্তর্বাস। এ ক্ষেত্রে সর্বসমক্ষেও আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করতে কোনও সমস্যা হয় না।

০৬ ০৯

ইন্টারনেটে সহজেই ত্বকের সঙ্গে জড়িয়ে থাকা ‘ন্যুড স্টকিংস’ কিনতে পাওয়া যায়। ছোট স্কার্ট বা এই ধরনের পোশাকের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন।

০৭ ০৯

ডব্‌ল সাইডেড স্কিন টেপ কিছু পোশাকের সঙ্গে ডিপ নেকলাইনই মানানসই। সে ক্ষেত্রে ডবল সাইডেড স্কিন টেপের সাহায্যে বুকের কাছের জামার অংশটি ত্বকের সঙ্গে সহজেই আটকে যায়। যা-ই করুন না কেন, পোশাক সরে যাওয়ার সম্ভাবনা নেই।

০৮ ০৯

সেপ্টিপিন এটি যেন প্রতি মুহূর্তের সঙ্গী। শুধু সাধারণ মানুষেরাই নন, পোশাকসজ্জা সামলাতে দীপিকা পাডুকোন থেকে করিনা কপূর, সকলেই বেছে নেন এই সেপ্টিপিন।

০৯ ০৯

টিউব ব্রা অফ শোল্ডার পোশাকের ক্ষেত্রে ‘টিউব ব্রা’-ও কাজে আসতে পারে। ‘স্ট্র্যাপলেস ব্রা’ও পাওয়া যায় সহজে। সেটিকেও কাজে লাগাতে পারেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement