প্রতীকী চিত্র
শুধু সানগ্লাস কেন, চশমা দিয়েও ফ্যাশন যায় চেনা! চুলের কাটিং এবং মুখের ধরনের সঙ্গে মানানসই চশমা পুরো লুকটিকেই বদলে দিতে পারে।
আজকের যুগের ফ্যাশন সচেতনরা ‘পরখ’ করে নেন চশমার ফ্রেমকেও। আপনিও মানানসই ফ্রেম নিয়ে তৈরি তো?
কাঠের স্টাইলিশ ফ্রেম: বিরল ফ্যাশন তালিকায় কাঠের ফ্রেম তো প্রথম থেকেই। এর জনপ্রিয়তা আজকের নয়। পুজোর মরশুমে সেই ফ্যাশন আবার ফিরিয়ে আনাই যায়।
কালো ফ্রেমের চশমা: ‘কিং ফ্রেম’-এর চশমা এক আলাদাই লুক দেবে আপনাকে। যে কোনও পোশাকের সঙ্গে সামান্য রূপটানেই ফুটে উঠবে এই ফ্রেম।
ভিনটেজ ক্যাটস আই ফ্রেম: এরও জনপ্রিয়তা আজকের নয়। ষাটের দশক থেকে রমণীদের প্রথম পছন্দ এটি।
গোল ফ্রেমের চশমা: হ্যারি পটার যদি আপনার পছন্দের চরিত্র হয়, তা হলে নিঃসন্দেহে এই গোল ফ্রেমের চশমার আপনার প্রিয়।
রিডিং চশমা: একদমই বাহুল্যহীন। সাধারণত পড়াশোনার জন্য এই চশমা ব্যবহৃত হলেও ফ্যাশনের নিরিখেও কিন্তু কম যায় না।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।