Durga Puja Fashion

অগোছালো জিন্‌সেই নজরকাড়া ফ্যাশন! পুজোয় শ্রিয়া পিলগাঁওকরের ধাঁচে সাজবেন নাকি?

ফ্যাশনের দুনিয়ারে জিন্‌সের রমরমা চিরকালই ছিল। তবে সময়ের হাত ধরে তার নকশায় এসেছে নানা বদল। এটি শুধু এখন পরিধেয় বস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং জিন্‌স ও ডেনিম দিয়েই তৈরি হচ্ছে জামা, জুতো, টুপি এমনকি ব্যাগও।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৭
Share:

প্রতীকী চিত্র

কতই না কাটাছেঁড়া করা হয় তাকে নিয়ে! সামান্য একটু পরীক্ষা-নিরীক্ষা, ব্যস! গায়ের জামা থেকে শুরু করে পায়ের জুতো, সবই তৈরি। সেই সর্বঘটে কাঁঠালিকলার মতো জিনিসটার নামই ‘জিন্‌স’। বলিউড অভিনেত্রী শ্রিয়া পিলগাঁওকরকেই দেখুন। শরীরের উপরের অংশে জড়ানো যেটি, সেই দিয়েই ঢাকা নিম্নাংশও। অবশ্য একে প্যান্ট বলবেন না কি ঘের, তা নিজেই ঠিক করুন। সবটাই জিন্‌স। পোশাক যতই অন্য স্বাদের হোক না কেন, স্বল্প সাজেই যেন নজর কেড়েছেন কন্যে। অগোছালো হলেও অভূতপূর্ব। এ বার পুজোয় শ্রিয়ার মতো সাজবেন? জিন্‌স নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাইলে রইল কিছু টিপ্‌স।

Advertisement

ফ্যাশন দুনিয়ায় জিন্‌সের রমরমা চিরকালই ছিল। তবে সময়ের হাত ধরে তার নকশায় এসেছে নানা বদল। এটি শুধু এখন পরিধেয় বস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং জিন্‌স ও ডেনিম দিয়েই তৈরি হচ্ছে জামা, জুতো, টুপি, বেল্ট, এমনকি ব্যাগও।

জিন্‌সের শর্ট্‌স

Advertisement

প্রতিদিন একই ধরনের জিন্‌স পরতে পরতে বিরক্ত? জিন্‌স বা ডেনিম ট্রাউজার্সের নীচের দিকটা কেটে নিয়ে শর্ট্‌স বানিয়ে নিতে পারেন বাড়িতেই। উপরে যে কোনও মানানসই টি-শার্ট বা ক্রপ টপের সঙ্গে স্টাইল করুন। মন্দ লাগবে না।

জিন্‌সের শার্ট থেকে ক্রপ টপ

অনেক সময়ে চেহারার তুলনায় একটু বড় মাপের শার্ট পরে থাকেন মহিলারা। আজকের দিনে দাঁড়িয়ে ‘ওভারসাইজ়ড্‌’ জিন্‌সের শার্টের চল ভালই। কিন্তু যদি পরতে পরতে একঘেয়েমি গ্রাস করে, তা হলে ওই শার্ট কিছুটা কেটেই বানিয়ে ফেলুন ক্রপ টপ।

জিন্‌সের প্যান্টের ধাঁচে টপ

কোমরের কাছ থেকে ঠিক যেমন ভাবে জিন্‌সের শুরুটা হয়, তেমনটাই। শুধু সেটা কোমরে গলানোর জন্য নয়। বরং উপরের অংশের জন্য। ছবিতে যেমন শ্রিয়া জড়িয়েছেন গায়ে। সামনের বোতামটিকেও আটকে নেবেন এক ভাবে। চাইলে হাতাও যোগ করতে পারেন, না হলে ‘অফ শোল্ডার’ই দারুণ!

জিন্‌সের ব্যাগ, বেল্ট ও জুতো

সাজসজ্জা যেমনই হোক, মানানসই বেল্ট, জুতো অথবা ব্যাগ ঠিকমতো সঙ্গ দিতে না পারলে সবটাই বৃথা। বর্তমানে জিন্‌সের জুতো কিংবা বেল্টও হাতের নাগালে। অন্য দিকে, বাড়িতে বসেই পুরনো জিন্‌স দিয়ে বানিয়ে নিতে পারবেন পছন্দসই ব্যাগ।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement