Kodma recipe

কদমা ছাড়া অসম্পূর্ণ কালীপুজো, বাড়িতেই বানিয়ে ফেলুন দেবীর পছন্দের মিষ্টি! রইল রেসিপি

এ বার কালীপুজোয় দোকান থেকে কেনার বদলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এটি। কী ভাবে? কী কী লাগবে? চলুন সেটাই জেনে নেওয়া যাক।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৩:১২
Share:
০১ ১১

কালীপুজোয় কদমা লাগেই। দেবীর হাতেও অনেক জায়গায় দেখা যায় এই মিষ্টি। জনশ্রুতি অনুযায়ী দেবী কালীর পছন্দের নাকি এই মিষ্টি, তাঁর স্বপ্নাদেশ পেয়েই বানানো হয়েছিল।

০২ ১১

এ বার কালীপুজোয় দোকান থেকে কেনার বদলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এটি। কী ভাবে? কী কী লাগবে? চলুন সেটাই জেনে নেওয়া যাক।

Advertisement
০৩ ১১

সবার আগে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে ২ কাপ চিনি দিয়ে, এক কাপ জল এবং এক চামচ লেবুর রস দিন।

০৪ ১১

এ বার ঢিমে আঁচে এটা ভাল করে নাড়তে থাকুন।

০৫ ১১

রং বদলে চিটচিটে হয়ে এলে জলে ফেলে দেখুন চিট কতটা ধরল।

০৬ ১১

এর পর এটিকে নামিয়ে নিন। ঘি মাখানো থালায় এই চিনির সিরা ঢেলে নিন।

০৭ ১১

গরম থাকতে থাকতেই হাতা বা চামচ দিয়ে নাড়তে থাকুন ভাল করে।

০৮ ১১

তার পর হাত দিয়ে মাখতে থাকুন।

০৯ ১১

এর পর ৬০ থেকে ৭০ বার টানতে হবে, যাতে রং বদলে সাদা হয়ে যায়, এবং কদমার গায়ে যেমন লম্বা লম্বা দাগ থাকে সেটা তৈরি হয়।

১০ ১১

তার পর ছোট ছোট লেচি কেটে কদমার আকার দিলেই তৈরি দেবীর পছন্দের মিষ্টি।

১১ ১১

থালায় সাজিয়ে নৈবেদ্য হিসেবে নিজের হাতে বানানো কদমা নিবেদন করুন দেবীকে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement