Ganesh Puja in Kolkata

এ যেন লাড্ডুর পাহাড়! গড়িয়াহাটের গণেশ পুজোয় আর কী কী চমক?

গড়িয়াহাট ইন্দিরা হকার্স ইউনিয়ন-এর গণেশ পুজো। এখানকার মূর্তি আয়তন বিশাল। মাথায় রয়েছে পেল্লাই এক পাগড়ি। সামনে সাজানো রয়েছে শয়ে শয়ে লাড্ডু।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৪
Share:
০১ ১০

আজ গণেশ পুজো। মুম্বই ছাড়িয়ে এখন গণেশ বাবাজির রমরমা শহর কলকাতার দিকে দিকেও। উত্তর থেকে দক্ষিণ কলকাতা মেতে উঠেছে গণেশ পুজোর আনন্দে।

০২ ১০

কোথাও কোথাও আবার পুজোর আড়ম্বর হার মানাবে দুর্গা পুজোকেও।

Advertisement
০৩ ১০

দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়ের কাছে গড়িয়াহাট ইন্দিরা হকার্স ইউনিয়ন-এর পুজোও কিন্তু ঠিক তেমনই। এখানকার গণেশ পুজো দেখলে চোখ কপালে উঠবে।

০৪ ১০

এই বছর এই পুজো হয়ে উঠল সাবালোক। পদার্পণ করল তাদের ১৮ বছরে। কী কী চমক রয়েছে পুজোয়? রইল এই প্রতিবেদনে।

০৫ ১০

এখানকার মূর্তি আয়তন বিশাল। গণেশ বাবাজি এখানে তাঁর সিংহাসনের উপর বসে। আর তাঁর পায়ের কাছে মুখ তুলে চেয়ে আছেন ‘মুশক-রাজ’।

০৬ ১০

গণেশের পরনে জড়ির পারের লাল ধুতি। আবার মাথায় রয়েছে পেল্লাই এক পাগড়ি। হলুদ এবং সবুজের মিশেলে তৈরি এই পাগড়ি যেন আরও সুন্দর করে তুলেছে গণেশজীকে।

০৭ ১০

মূর্তির মাথায় রয়েছে পুর্ণ চন্দ্রাকৃতি চাঁদোয়া। চাঁদোয়ার রং কমলা।

০৮ ১০

গণেশের গায়েও রয়েছে উত্তরীয়। উত্তরীয়টির রং কিন্তু পাগড়ির রঙের সঙ্গে মেশানো। হলুদ উত্তরীয়র উপরে সবুজের কাজ।

০৯ ১০

এই পুজোয় থাকে জমজমাট ভোগের আয়জনও। নানা রকম মিষ্টির সম্ভার সাজানো গণেশের সামনে। রয়েছে ফলের ব্যবস্থা।

১০ ১০

সাজানো রয়েছে শয়ে শয়ে লাড্ডু। তবে স্বাস্থ্যের দিকটিও কিন্তু রয়েছে নজরে। এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement