Bhai dooj gift ideas

বাজেট মাত্র ২০০? পকেটে চাপ না দিয়েই ভাইফোঁটায় ভাই বা বোনকে উপহার এই জিনিস

পকেটকে বিশেষ চাপ না দিয়ে এ বার ভাইফোঁটায় সস্তায় কিনুন সুন্দর উপহার।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ২১:১৯
Share:
০১ ১৬

মাসের শুরুতেই দুর্গাপুজো, এখন আবার মাসের প্রায় শেষ লগ্নে এসে কালীপুজো, ভাইফোঁটা। পকেট একে বারেই খালি, এ দিকে ভাই বা বোনকে উপহার দিতে হবে।

০২ ১৬

পকেটকে বিশেষ চাপ না দিয়ে এ বার ভাইফোঁটায় সস্তায় কিনুন সুন্দর উপহার।

Advertisement
০৩ ১৬

মাত্র ২০০ বা বড়জোর ৩০০ টাকার মধ্যে কী কী উপহার কিনতে পারেন ভাই বা বোনের জন্য চলুন জেনে নেওয়া যাক।

০৪ ১৬

ওয়ালেট বা মানিব্যাগ দিতে পারেন ভাইকে। ২৫০-৩০০ টাকার মধ্যে সুন্দর মানিব্যাগ পেয়ে যাবেন। বোনকেও পার্স দিতে চাইলে এই একই মূল্যে পেয়ে যাবেন।

০৫ ১৬

ডিজাইনার কফি মগও ২০০ টাকার মধ্যে স্বচ্ছন্দ্যে চলে আসবে। তবে নিজেদের ছবি দিয়ে বা ভাইফোঁটা লেখা কাস্টোমাইজ়ড মগ বানাতে চান তাহলে খরচ সামান্য বাড়বে।

০৬ ১৬

আপনার ভাই বা বোন যদি শরীরচর্চা করেন, অর্থাৎ জিম বা যোগব্যায়াম করেন তাহলে জিম ব্যাগ উপহার দিতে পারেন। এটিও ২০০-২৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন।

০৭ ১৬

কেবল জিম ব্যাগ কেন, যোগা ম্যাটও দিতে পারেন।

০৮ ১৬

চকলেট তো থাকবেই এই তালিকায়।

০৯ ১৬

ভাই যদি বাইক চালাতে ভালবাসে তাহলে তাঁকে গ্লাভস দিন। এটিও ২৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন।

১০ ১৬

ভাই বা বোনের গাড়ি চালানোর নেশা থাকলে গাড়ির ফ্রেশনার বা পারফিউম দিতে পারেন।

১১ ১৬

কাস্টোমাইজ় করা ফোনের কভার দিতে পারেন।

১২ ১৬

লাঞ্চ বক্স পেয়ে যাবেন ৩০০ টাকার মধ্যেই। এটিও উপহার হিসেবে বেশ ভাল।

১৩ ১৬

ঘর সাজানোর জিনিসও রাখতে পারেন এই তালিকায়।

১৪ ১৬

ঘর সাজানোর মোমবাতিও দিতে পারব ভাইফোঁটার উপহার হিসেবে।

১৫ ১৬

লেখালিখির ঝোঁক থাকলে ডায়েরি বা নোটবুক দিতে পারেন ভাই বা বোনকে উপহার হিসেবে।

১৬ ১৬

বই পড়ার অভ্যাস থাকলে দিতে পারেন বুক মার্কও। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement