Relationship Tips

নতুন প্রেম? তা হলে এ বারের পুজো হোক ভীষণ ‘স্পেশাল’! কিন্তু কী ভাবে?

পুজোয় একে অপরকে যতটা বেশি সম্ভব, ততটাই সময় দিন।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৫
Share:
০১ ১০

প্রথম পুজো - সম্পর্কের নতুন অধ্যায়: প্রেমের সম্পর্কের একে বারে শুরুর দিকের পুজোর অভিজ্ঞতা চিরকাল মনে রাখার মতো। প্রেমে পড়ার পর এই প্রথম পুজোতেই আপনারা একে অপরের কাছাকাছি আসার এবং সম্পর্ক আরও মজবুত করার একটি বড় সুযোগ পাবেন। তাই, কী ভাবে এই পুজোকে আপনার প্রিয় মানুষটির জন্য বিশেষ আকর্ষণীয় করে তুলবেন, রইল তার কিছু টিপ্‌স।

০২ ১০

এক সঙ্গে কেনাকাটা: পুজোর আগেই এক সঙ্গে কেনাকাটা করতে যান। শুধু নিজেদের জন্য নয়, একে অপরের জন্য পোশাক পছন্দ করুন। তাঁর পছন্দের রঙের শাড়ি বা পাঞ্জাবি কিনে উপহার দিতে পারেন।

Advertisement
০৩ ১০

এক সঙ্গে প্যান্ডেল হপিং: পুজোর অন্যতম আকর্ষণ আনন্দ হল- প্যান্ডেল হপিং। হাতে হাত রেখে শহরের অলিগলি বা সেরা মণ্ডপগুলি ঘুরে দেখুন। রাতে যখন ঝলমলে আলোর রোশনাইয়ে চার দিকে ভাসবে, তখন এক সঙ্গে হাঁটার অভিজ্ঞতা সত্যিই ভোলার নয়।

০৪ ১০

পছন্দের খাবারের স্বাদ নিন: বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে স্ট্রিট ফুড চেখে দেখুন। অথবা কোনও ভাল রেস্তোরাঁয় এক সঙ্গে রাতের খাবার খেতে পারেন। প্রথম পুজোর স্মৃতিতে খাবারের স্বাদও কিন্তু গুরুত্বপূর্ণ।

০৫ ১০

হাতে লেখা চিঠি: ডিজিটাল যুগে হাতে লেখা চিঠির গুরুত্ব অপরিসীম। একটি ছোট্ট চিঠি লিখে তাতে আপনার অনুভূতি প্রকাশ করুন। পুজোয় নতুন পাঞ্জাবি বা শাড়ির পকেটে বা ভাঁজে সেই চিঠিটি রেখে প্রিয়জনকে চমকে দিতে পারেন।

০৬ ১০

সারপ্রাইজ গিফট: পূজার দিনগুলিতে একটি সারপ্রাইজ গিফট প্ল্যান করুন। এটা খুব দামি কিছু না হলেও চলবে। প্রিয় মানুষটির পছন্দের কোনও বই, গয়না বা অন্য কোনও উপহার দিয়ে তাঁকে চমকে দিন।

০৭ ১০

ছবি তুলে রাখুন: এই বিশেষ মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করা জরুরি। এক সঙ্গে প্রচুর ছবি তুলুন। পরে এই ছবিগুলি আপনাদের সম্পর্ক শুরুর পর প্রথম পুজো স্মরণীয় করে রাখবে।

০৮ ১০

একে অপরের পরিবারের সঙ্গে সময় কাটান: যদি আপনাদের সম্পর্ক যথেষ্ট পরিণত হয়, তবে একে অপরের পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। এতে সম্পর্কের ভিত আরও মজবুত হবে।

০৯ ১০

লং ড্রাইভ বা ছোট ট্রিপ: পুজোর ভিড় থেকে দূরে কোথাও একটি লং ড্রাইভ বা ছোট ট্রিপে যেতে পারেন। শহরের বাইরে নিরিবিলি পরিবেশে একে অপরের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ মিলবে।

১০ ১০

প্রতিশ্রুতি দিন: এই পুজোয় একে অপরের প্রতি ভালবাসার গভীরতা অনুভব করুন এবং নিজেদের সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হোন। শুধু এই পুজো নয়, সামনের দিনগুলিতেও এক সঙ্গে থাকার প্রতিশ্রুতি আপনার সম্পর্ককে আরও অর্থবহ করে তুলবে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement