প্রতীকী চিত্র
বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছেন। দু’দণ্ড হেসে কথা বলতে যাবেন, ওমনি সামনের জনের নাকে হাত। মুখের দুর্গন্ধই কাল! অথচ নিয়মিত দু’বেলা ব্রাশ করেন। নিঃশ্বাসের দুর্গন্ধকে চিকিৎসার পরিভাষায় বলা হয় ‘হ্যালিটোসিস’। কিন্তু কী কী কারণে তৈরি হতে পারে মুখের এই দুর্গন্ধ? কোনও রোগের লক্ষণ নয় তো?
শরীরস্বাস্থ্য ভাল রাখতে জলের জুড়ি মেলা ভার। শরীর পর্যাপ্ত পরিমাণে জল না পেলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে।
পুজোয় বেরিয়ে দেদার খাওয়াদাওয়া চলেই। অতিরিক্ত পরিমাণে পেঁয়াজ, রসুন ও তেল-মশলা যুক্ত খাবার খাওয়ার কারণেও মুখে দুর্গন্ধ হয়।
বদহজমের সমস্যায় ভোগেন? মুখের দুর্গন্ধের আরও একটি কারণ হল এটি।
সাইনাসের সংক্রমণ হলে এমনটা দেখা যায়।
সারা রাত মুখ খুলে শ্বাস নেওয়ার স্বভাব রয়েছে? দীর্ঘ ক্ষণ মুখ শুষ্ক থাকলেও কিন্তু দুর্গন্ধ হওয়ার প্রবণতা বেশি।
দীর্ঘ সময় না খেয়ে থাকলে এই সমস্যা দেখা দেয়।
এ ছাড়া অ্যালকোহল অথবা ধূমপানও এর কারণ হতে পারে।
শরীরের ভিটামিন সি-র অভাব দেখা দিলে নানা রকম ক্ষত এবং সংক্রমণের সৃষ্টি হয়। মুখের মধ্যে জীবাণুর আঁতুড়ঘর তৈরি হলে দুর্গন্ধ তো বেরোবেই।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।