Kali Puja 2025

দীপান্বিতা অমাবস্যায় কালী বা লক্ষ্মীর আরাধনা করবেন, শুভ সময় কখন জানেন?

কালীপুজো এবং দিওয়ালি নিয়ে অনেকেই এ বার ধন্দে। দু’টোই কি একই দিনে পড়েছে? কী বলছে ক্যালেন্ডার, পুজোর শুভ সময়ই বা কী, চলুন জেনে নেওয়া যাক।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৮:১৩
Share:
০১ ১০

কালীপুজো এবং দিওয়ালি নিয়ে অনেকেই এ বার ধন্দে। দু’টোই কি একই দিনে পড়েছে? কী বলছে ক্যালেন্ডার, পুজোর শুভ সময়ই বা কী, চলুন জেনে নেওয়া যাক।

০২ ১০

কালীপুজো মূলত বাংলা, অসম এবং ভারতের অন্যান্য কিছু জায়গায় হয়ে থাকে। তবে দীপাবলি বা দিওয়ালি গোটা ভারতেই পালিত হয়। দিওয়ালিতে লক্ষ্মীপুজো করা হয়। কোথাও কোথাও আবার লক্ষ্মী-গণেশ একত্রে পূজিত হন।

Advertisement
০৩ ১০

কালীপুজো এবং দিওয়ালি একই দিনে পড়েছে এই বছর। কালীর আরাধনা এবং লক্ষ্মী বা লক্ষ্মী গণেশের আরাধনা একই দিনে হবে।

০৪ ১০

কালীপুজো কার্তিক মাসের অমাবস্যায় পালিত হয়। বিশুদ্ধ পঞ্জিকা মতে ২০ অক্টোবর দুপুর ৩টে ৪৫ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। শেষ হবে ২১ অক্টোবর বিকেল ৫টা ৫৪ মিনিটে।

০৫ ১০

অন্য দিকে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ২০ অক্টোবর দুপুর ২টো ৫৭ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে, শেষ হচ্ছে ২১ অক্টোবর বিকেল ৪টে ২৬ মিনিটে।

০৬ ১০

যেহেতু কালীপুজো অধিকাংশ জায়গাতেই রাতেই হয়, তাই সোমবার, অর্থাৎ ২০ অক্টোবর রাতেই হবে।

০৭ ১০

অমাবস্যার নিশিকালের তিথি বা কালীপুজোর সেরা সময় হল ২০ অক্টোবর রাত ১১টা ৪১ মিনিট থেকে ২১ অক্টোবর রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত।

০৮ ১০

তবে কেউ চাইলে অমাবস্যা যত ক্ষণ আছে তার মধ্যে কালীপুজো করতেই পারেন। অমাবস্যা ছাড়ার পর বিসর্জনের পুজো বা অন্যান্য কাজ করা যেতে পারে।

০৯ ১০

অমাবস্যা যে দিন সন্ধ্যার সময় পায় বা প্রদোষকাল পায় সেই সময়ই দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। অর্থাৎ এই পুজোও ২০ অক্টোবর সন্ধ্যায় হবে।

১০ ১০

ফলে যেহেতু একই দিন অমাবস্যা তিথি প্রদোষকাল এবং নিশিকাল পাচ্ছে তাই একই দিনে কালীপুজো এবং লক্ষ্মীপুজো হবে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement