১৮ না ১৯ তারিখ কবে পড়েছে এ বার ধনত্রয়োদশী? কবে পুজো করা উচিত? আর কখনই বা সোনা হোক বা ঝাঁটা, জিনিস কেনা উচিত? ধনতেরস সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন।
১৮ অক্টোবর ধনতেরস।
শনিবার, ১৮ অক্টোবর বেলা ১২টা ১৮ মিনিট থেকে শুরু হচ্ছে ত্রয়োদশী তিথি। এটি চলবে রবিবার, ১৯ অক্টোবর রাত ১টা ৫১ মিনিট পর্যন্ত।
যাঁরা ধনতেরসর পুজো করবেন তাঁদের এ দিন সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০-এর মধ্যে পুজো সেরে ফেলতে হবে।
ধনতেরসের প্রদোষকাল বিকেল ৫টা ৪৮ মিনিট থেকে রাত ৮টা ২০ পর্যন্ত।
ধনতেরসের দিন পুজো পান দেবী লক্ষ্মী এবং কুবের। এ ছাড়া পুজো করা হয় ধন্বন্তরিরও।
এ দিন সোনা, রূপার পাশাপাশি ঝাঁটা, তামা, পিতলের বাসন, নুন, ইত্যাদি কেনার রীতি আছে।
ধনতেরসের দিন ঘর ভাল করে পরিষ্কার করে, নতুন জামা পরে পুজো করা উচিত। ঘরে প্রদীপ জ্বালানো উচিত।
অনেকে এ দিন যমপ্রদীপ জ্বালিয়ে রাখেন।
ধনত্রয়োদশীর দিন মূলত সংসারের সুখ, সমৃদ্ধি কামনায় পুজো করে থাকেন সকলে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)