Diwali 2021

Kali Puja 2021: দীপাবলিতে প্রিয়জনদের উপহার দিচ্ছেন? বেছে নিন কিছু প্রয়োজনীয় জিনিস

কালীপুজোয় উপহার দেওয়ার চল সাধারণত বাঙালিদের মধ্যে নেই। কিন্তু অবাঙালি বন্ধুদের কী দেবেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ১৬:৫৯
Share:

প্রতীকী ছবি।

কালীপুজোর সময়ে আত্মীয়দের উপহার দেওয়ার চল বাঙালিদের মধ্যে সে ভাবে নেই। তবে এখন অনেক পরিবারেই অন্য প্রদেশের মানুষও যোগ হয়েছেন। তা ছাড়াও কাছের বন্ধুবান্ধব অবাঙালি হতেই পারেন। সে ক্ষেত্রে দীপাবলির উৎসবে উপহার বিনিময়ের প্রথা চলেই আসে।

কিন্তু দীপাবলি মানেই বাড়ি বাড়ি লাড্ডুর বাক্স কিংবা কাজু-বরফি নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। একঘেয়ে উপহার না দিয়ে এমন কিছু দিন যা নিত্য দিনের কাজে লাগবে। এমন উপহার পেলে আপনার প্রিয়জনেরাও খুশি হবেন। প্রথমেই জানার চেষ্টা করুন, তাঁদের কোনও জিনিস প্রয়োজন কি না। কারও হয়তো মিক্সি খারাপ হয়ে গিয়েছে। কেউ হয়তো নতুন কোনও বাদ্যযন্ত্র শিখতে চান। কিংবা কারও পরিবারে সদ্য ছোট্ট অতিথি এসেছে। এগুলি মাথায় রেখে যদি উপহার নির্বাচন করেন, তা হলে আপনার বন্ধুরা খুশি হবেন। যদি তা-ও বুঝতে না পারেন, কী দেওয়া উচিত, তা হলে আমাদের তৈরি তালিকায় চোখ বুলিয়ে নিতে পারেন।

Advertisement

প্রতীকী ছবি।

বৈদ্যুতিন চপার

সকালে রান্নাঘরে তাড়াহুড়ো লেগেই থাকে। তাই শাক-সব্জি তাড়াতাড়ি কাটার জন্য বৈদ্যুতিন চপার উপহার দিতে পারেন। নানা রকম পদ তৈরির ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি একটি যন্ত্র।

ফিটনেস ট্র্যাকার

আপনার বাজেট যদি একটু বেশি হয়, তা হলে আরেকটু দামি গ্যাজেট দিতে পারেন। ধরুন আপনার বন্ধু যদি সম্প্রতি শরীরচর্চায় মন দিয়ে থাকেন, তা হলে কোনও ভাল সংস্থার ফিটনেস ট্র্যাকার দিতে পারেন। তা হলে তাঁর স্বাস্থ্য সম্পর্কে যাবতীয় তথ্য দেখতে সুবিধা হবে।

প্রতীকী ছবি।

ব্যাকপ্যাক

আপনার বন্ধু কি বেড়াতে যেতে ভালবাসেন? সামনেই হয়তো কোনও ট্রেকে যাচ্ছেন। সে ক্ষেত্রে একটি মজবুত ব্যাকপ্যাক উপহার দিতে পারেন। জলে ভিজলে ক্ষতি হবে না, যাবতীয় প্রয়োজনীয় জিনিস রাখার আলাদা জায়গা রয়েছে— এমন কোনও ব্যাকপ্যাক পেলে তিনি খুশিই হবেন।

গিফ্ট কার্ড

যদি একান্তই বুঝতে না পারেন যে কী দেবেন, হলে অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো কোনও ওয়েবসাইটের গিফ্ট কার্ড দিতে পারেন। আপনার বন্ধু তাঁর প্রয়োজন মতো জিনিস অর্ডার করে কিনে নিতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement