প্রতীকী চিত্র।
বিকেলে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা, এ দিকে ত্বকের উজ্জ্বলতা একে বারেই ফিকে হয়ে গিয়েছে। মুখে জমেছে মৃত কোষ, ব্ল্যাক বা হোয়াইটহেডসের সমস্যায় জেরবার? তা হলে চটজলদি ঘরোয়া উপায়েই দূর করুন সমস্যা। কী ভাবে? আপনার রান্নাঘরেই আছে সমাধান! চালের গুঁড়ো।
ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরাতে ব্যবহার করুন চালের গুঁড়ো। এটি ত্বককে এক্সফোলিয়েট করে, মৃত কোষ দূর করে উজ্জ্বল করে তোলে। এ ছাড়া এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন বি এবং অ্যামাইনো অ্যাসিড। এই উপাদান ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না, ত্বককে টানটান রাখে। কিন্তু কী ভাবে এটিকে ব্যবহার করবেন জানেন না? চলুন সেটাই বলে দেওয়া যাক।
চালের গুঁড়োর সঙ্গে দই এবং হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে লাগাতে পারেন। এটার জন্য এক বা দেড় চামচ চালের গুঁড়োর সঙ্গে একটু হলুদ, এক চামচ টক দই নিয়ে একটা মিশ্রণ বানিয়ে সেটা মুখ এবং গলায় লাগান। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন।
মধু দিয়েও চালের গুঁড়োর একটা মিশ্রণ বানিয়ে সেটা মুখ লাগাতে পারেন। আপনার ত্বক যদি ভীষণ শুষ্ক হয় তা হলে এটি আর্দ্রতা ফেরাতে সাহায্য করে।
চালের গুঁড়োর সব থেকে ভাল মাস্ক হল যদি সেটাকে দুধের সঙ্গে ব্যবহার করা যায়। দুই চামচ চালের গুঁড়োর জন্য ঘন মিশ্রণ বানানোর জন্য পর্যাপ্ত দুধ নিয়ে একটা পেস্ট বাজিয়ে সেটা মুখে লাগান। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন।
এ ছাড়াও চালের গুঁড়োর সঙ্গে অ্যালোভেরা জেল বা টমেটোর রস মিশিয়ে প্যাক বানাতে পারেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।