Beauty Tips

জগদ্ধাত্রী পুজোর আগেই ফিরবে ত্বকের জেল্লা, এই দুই প্যাকেই দূর করুন দাগছোপ

সেই দুর্গাপুজো থেকে শুরু হয়েছে রাত জাগা, ঘুমের অনিয়ম, মেকআপ করা। প্রায় এক মাস ব্যাপী উৎসবের মরসুম শেষে ত্বকের জেল্লা হারিয়েছে?

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৬:৫৩
Share:

প্রতীকী চিত্র।

সেই দুর্গাপুজো থেকে শুরু হয়েছে রাত জাগা, ঘুমের অনিয়ম, মেকআপ করা। প্রায় এক মাস ব্যাপী উৎসবের মরসুম শেষে ত্বকের জেল্লা হারিয়েছে? জগদ্ধাত্রী পুজোর জন্য রেডি হতে চান, কিন্তু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে মুখের দাগছোপ? তা হলে এই দুই প্যাকেই কিন্তু হতে পারে সমস্যার সমাধান।

Advertisement

ত্বকের জেল্লা ফেরাতে চাইলে অ্যালোভেরা জেল একটি অত্যন্ত ভাল উপকরণ। এটি দিয়েই প্যাক বানিয়ে ফেলুন। এটির জন্য দুই চামচ অ্যালোভেরা জেল, এক চামচ অলিভ অয়েল, একটু গ্লিসারিন এবং ভিটামিন ই ক্যাপসুল একটা বা দুটো। এ বার সবটা ভাল করে মিশিয়ে মুখে লাগান। হালকা হাতে ম্যাসাজ করুন। তার পর মিনিট ১৫-২০ রেখে হালকা গরম জল মুখ ধুয়ে নিন। লাগিয়ে নিন ময়েশ্চরাইজ়ার।

ত্বকের জেল্লা ফেরানোর পাশাপাশি ত্বকের অতিরিক্ত তেল, ময়লা, এমনকী ব্ল্যাক বা হোয়াইটহেডস থাকলে সেগুলি দূর করতে সাহায্য করে চারকোল ফেস প্যাক। ট্যান দূর করার পাশাপাশি ব্রণ হওয়া আটকায় এবং দাগছোপ কমায়। তাই জগদ্ধাত্রী পুজোর আগে ত্বকের জেল্লা ফেরাতে চাইলে আপনি চারকোল মাস্ক লাগাতেই পারেন মুখে। এটির জন্য আপনি দোকান থেকে কেনা মাস্ক ব্যবহার করতে পারেন। নইলে নিজেও বাড়িতে বানাতে পারেন। নারকেলের ছোবড়া পুড়িয়ে নিন ভাল করে। একই সঙ্গে নারকেল কুড়ে নিয়ে তার খোলস আগুনে পুড়িয়ে নিন। পুরোটা পুড়ে ছাই হয়ে গেলে ঠান্ডা হওয়ার পর এতে একটা গোটা পাতি লেবুর রস চিপে দিয়ে দিন। ২৪ ঘণ্টা ওই ভাবেই রেখে দিন। তার পর ছেঁকে, ভাল করে ধুয়ে নিন। এর পর সেটা মিক্সিতে গুঁড়ো করে নিলেই তৈরি অ্যাক্টিভেটেড চারকোল। এ বার এটির প্যাক বানিয়ে মুখে লাগান। প্যাক বানানোর জন্য দই বা গোলাপ জল ব্যবহার করতে পারেন। মিনিট ১০ রেখে ধুলেই ত্বকের জেল্লার তফাৎ বুঝবেন নিজেই।

Advertisement

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement