Hair care tips

উৎসবের শেষে ফিকে চুলের জেল্লা? স্বাস্থ্যোজ্জ্বল, মোলায়েম চুল পেতে রোজ রাতে করুন এই কাজ

দুর্গাপুজো থেকে শুরু করে ভাইফোঁটা, উৎসবের এই মরসুমে বিভিন্ন পোশাকের সঙ্গে মানানসই হেয়ার স্টাইল করেছেন অনেকেই।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৯:৩২
Share:

প্রতীকী চিত্র।

দুর্গাপুজো থেকে শুরু করে ভাইফোঁটা, উৎসবের এই মরসুমে বিভিন্ন পোশাকের সঙ্গে মানানসই হেয়ার স্টাইল করেছেন অনেকেই। আর তার জন্যই কখনও হেয়ার ড্রায়ার তো কখনও কার্লার, তো কখনও অন্য কিছু ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে উৎসব শেষ হওয়ার পাশাপাশি চুলের জেল্লারও দফারফা হয়ে গিয়েছে। হারানো জেল্লা ফিরে পেতে চাইলে, শুষ্ক, প্রাণহীন চুলকে আবারও স্বাস্থ্যোজ্জ্বল, সিল্কি বানাতে চাইলে রোজ রাতে এই ৫টি জিনিস অবশ্যই করুন।

Advertisement

রোজ রাতে ঘুমানোর আগে ভাল করে চুল আঁচড়ান। চুলে যেন জট না পেকে থাকে।

ঘুমানোর আগে পারলে বিনুনি বেঁধে শোন। এতে চুলে জট পাকার সম্ভাবনা কমে যায়। তবে শক্ত ভাবে বিনুনি করবেন না। আলগা ভাবে বিনুনি করবেন।

Advertisement

যদি সম্ভব হয় রোজ না হলেও সপ্তাহে তিন দিন অন্তত নারকেল তেল দিয়ে হেয়ার ম্যাসাজ করুন। এতে যেমন রক্ত সঞ্চালন ভাল হয়, তেমন চুক শিকড় মজবুত থাকে। চুল পড়া বন্ধ হয়।

চুলে লিভ ইন কন্ডিশনার লাগাতে পারেন। এতে চুলে জট পড়ে না, চুল আর্দ্র থাকে।

সাটিনের বালিশের কভার ব্যবহার করুন। এই কাপড় বালিশের কভার ব্যবহার করলে চুল কম পড়ে।

উৎসবের শেষে চুলের জেল্লা ফেরাতে এই সহজ কয়েকটি জিনিস মেনে চললেই হবে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement