একেই বাইরে ভ্যাপসা গরম, তার উপরে চড়া রোদ। রোদে ঘুরে হাতে, গালে কালচে ছোপ পড়েছে তো? ত্বকের ধরন যেমনই হোক, এমন কাঠফাটা রোদে বেরোলে ট্যান পড়ার সমস্যা হবেই। এই দাগছোপ পরিষ্কার করতে অনেকেই ফেশিয়াল কিট, নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের ধরন অনুযায়ী ঘরোয়া প্যাক ব্যবহার করলেই বেশি উপকার পাবেন।
টোম্যাটো : ট্যান দূর করতে এই সবজিই কাজে আসবে। টোম্যাটো পেস্ট করে নিন। এতে এক চিমটে হলুদ মিশিয়ে যেখানে যেখানে ট্যান পড়েছে, সেখানে লাগান। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনাকে রোদে পোড়া মুখ-হাত থেকে মুক্তি দেবে।
হলুদ ও দুধের প্যাক: একটি পাত্রে ২ চা চামচ হলুদের সঙ্গে ২ চামচ দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ দুই হাতে ভাল করে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। তার পরে পরিষ্কার জলে হাত ধুয়ে ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন।
হলুদের অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ত্বকের দাগছোপ দূর করবে।
অ্যালোভেরা জেল: ২-৩ চামচ অ্যালোভেরা জেল নিন। সঙ্গে ১ চামচ মধু ও হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে লাগিয়ে নিন। মিনিট ১০-১৫ রেখে ধুয়ে ফেলুন।
এই ডি-ট্যান প্যাকে অ্যালোসিন রয়েছে, যা মেলানিন উৎপাদন কমিয়ে ত্বককে উজ্জ্বল করে তোলে।
অ্যালোভেরা জেলের ভিটামিন, মিনারেল-সহ অন্যান্য উপাদান ত্বকের একাধিক সমস্যা নিয়ন্ত্রণে আনে। আর ট্যানও তোলে।
অ্যালোভেরা জেলের ভিটামিন, মিনারেল-সহ অন্যান্য উপাদান ত্বকের একাধিক সমস্যা নিয়ন্ত্রণে আনে। আর ট্যানও তোলে।
মধু ও লেবু: শুষ্ক ত্বক হলে লেবুর রসের সঙ্গে মধু ও দুধ মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন প্রায় আধ ঘণ্টা। ৩০ মিনিট পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
এই ফেসপ্যাক দাগছোপ দূর করার পাশাপাশি ব্রণ প্রতিরোধ করবে। এই প্যাকটি ট্যান দূর করতেও সাহায্য করে।
খুব কম খরচে ট্যান সাফ করতে চাইলে এই ঘরোয়া টিপসগুলি ব্যবহার করতে পারেন। আর বাইরে গিয়ে একগাদা টাকা খরচ করে ফেশিয়াল কিট ব্যবহার করতে হবে না, ঘরোয়া উপকরণেই কাজ হবে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।