Beauty Hacks

উৎসবের মরসুম শেষে চোখের তলায় কালি? সমস্যা দূর করুন রান্নাঘরের এই উপাদানে

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৩:২৯
Share:
০১ ১১

উৎসবের দিন মানেই রাত জেগে ঠাকুর দেখা, নইলে বাড়ি বসিয়ে জমিয়ে আড্ডা। খাওয়া দাওয়ায় অনিয়ম, স্লিপ সাইকেল ঘেঁটে যাওয়া, ইত্যাদি। আর তার পরিণাম আমাদের চেহারা, চুলে ফুটে ওঠে। কম ঘুমের কারণে উৎসবের পর অনেকেরই চোখের তলায় কালি পড়তে দেখা যায় এটিকে দূর করুন ঘরোয়া উপায়ে।

০২ ১১

চোখের তলার কালি বা ডার্ক সার্কেল দূর করতে পার্লার বা দামী জিনিস কিনতে হবে না। বরং রান্নাঘরে সহজলভ্য এই উপাদানকেই বেছে নিন।

Advertisement
০৩ ১১

আলুর সাহায্যেই দূর করুন ডার্ক সার্কেল। কী ভাবে চলুন জেনে নেওয়া যাক।

০৪ ১১

সবার আগে একটি আলুকে ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুচিয়ে নিন একদম পাতলা করে। আরও ভাল হয় যদি গ্রেট করে নেন।

০৫ ১১

এ বার এই গ্রেট করা আলুকে একটি কাপড়ে মুড়ে ভাল করে চিপে রস বের করে নিন।

০৬ ১১

আলুর এই রসের সঙ্গে মিশিয়ে নিন গোলাপজল, লেবুর রস এবং অ্যালোভেরা জেল। দিতে পারেন মধুও।

০৭ ১১

সবটা ভাল করে মিশিয়ে এই মিশ্রণ চোখের তলায় লাগান।

০৮ ১১

অন্তত মিনিট ১০-১৫ রেখে ধুয়ে নিন।

০৯ ১১

গরম জল ব্যবহার করবেন না। সাধারণ তাপমাত্রার বা ঠান্ডা জল ব্যবহার করবেন মুখ ধোয়ার জন্য।

১০ ১১

মুখ ধুয়ে ময়েশ্চরাইজ়ার লাগিয়ে নিন।

১১ ১১

রোজ রাতে এবং সকালে, দুই বেলা এই প্যাক লাগালে মাত্র ক’দিনেই ফলাফল দেখতে পাবেন নিজের চোখে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement