আলোর উৎসব দেখতে যতটা ঝলমলে, এই জৌলুদের বাইরে অন্ধকারের পরিমাণও নেহাত কম নয়। দীপাবলির পর শহরের বায়ুর গুণমান ফের বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। যা গুরুতর ক্ষতি করতে পারে মানবদেহে।
এমন পরিস্থিতিতে কাশি, শ্বাসকষ্ট, মাথাব্যথা এবং হাঁপানির মতো সমস্যা আর নতুন কী!
পরিস্থিতির শিকার শিশু থেকে বৃদ্ধ- সকলেই।
আর এর থেকে নিস্তার দিতে পারে কিছু ঘরোয়া প্রতিকারই। বায়ুর মান ও ‘একিউআই’ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজনীয়।
যে এলাকায় আপনি থাকছেন, সেই জায়গার বায়ুর মান যদি ২০০ ছাড়িয়ে যায়, তা হলে বাড়ির বাইরে থাকুন।
বাড়িতে থেকে হালকা গরম জল পান করতে পারেন।
অবিরাম ধোঁয়া এবং ধুলোর কারণে গলা জ্বালার সমস্যা দেখা দেয় মাঝে মধ্যেই। এই গরম জ্বলে তা দূর হবে।
ঠান্ডা লাগা ও কাশির প্রতিকার হিসেবে গুড়ের প্রচলন নতুন নয়।
এতে থাকা আয়রন ও খনিজ গলা ব্যথা কমাতেও সাহায্য করে।
তুলসীর মতো ধন্বন্তরি কি আর কিছু আছে?
দুই কাপ জলে ছয় থেকে সাতটি তুলসীপাতা মিশিয়ে তাতে যোগ করুন এক চা চামচ কালো মরিচ।
এই উপকরণ ফুটিয়ে পান করলেও কাশি ও গলা ব্যথা থেকে রেহাই মিলবে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)