Benefits of peel off mask

পুজোর আগে ত্বকের রোম দূর করতে চান? ‘পিল অফ মাস্ক’ কি কার্যকরী?

ত্বকের উপরিতলে জমে থাকা সমস্ত ধুলো-ময়লা, মৃত কোষ-সহ ব্ল্যাকহেড্‌স ও হোয়াইট হেড্‌সকে টেনে তুলতে সাহায্য করে এই পিল অফ মাস্ক।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪১
Share:

প্রতীকী চিত্র

মুখের ত্বকের পরিচর্চার ক্ষেত্রে দিন দিন বাড়ছে ফেস মাস্কের চাহিদা। কেউ বেছে নিচ্ছেন ক্লে মাস্ক তো কারও পছন্দ পিল অফ মাস্ক। ত্বকের উপরিতলে জমে থাকা সমস্ত ধুলো-ময়লা, মৃত কোষ-সহ ব্ল্যাকহেড্‌স ও হোয়াইট হেড্‌সকে টেনে তুলতে সাহায্য করে এই পিল অফ মাস্ক। যে কারণে মাস্কের আবরণ সরিয়ে নেওয়ার পর আগের থেকে অনেকটাই কোমল ও স্বতেজ লাগে ত্বক। কিন্তু শুধুই ধুলো-ময়লা? ত্বকের রোম তুলতেও সাহায্য করে এই মাস্ক?

Advertisement

উত্তরটা হল ‘হ্যাঁ’। তবে এ ক্ষেত্রে ‘ওয়াক্সিং স্ট্রিপ্‌স’-এর মতো প্রত্যাশা না রাখাই ভাল। তার কারণ, পিল অফ মাস্ক ত্বকের উপরে থাকা খুব ছোট এবং পালতা রোম দূর করে তাও সাময়িক ভাবে। ঘন এবং মোটা রোম এই ধরনের মাস্কের পক্ষে তোলা সম্ভব নয়।

চারকোল মাস্ক অথবা ডিমের সাদা অংশ দিয়ে বানানো মাস্ক ত্বককে আরও মজবুত করে তোলে। এটি শুকিয়ে গেলে একটি আঠালো আস্তরণ তৈরি করে ত্বকের উপরে। কিছু মিনিট রেখে টেনে তুললে এর সাহায্যেও খুব ছোট ছোট রোম দূর হয়। তবে অনেক সময়ে সংবেদনশীল ত্বকে উপর জ্বালা ভাব এবং অস্বস্তি অনুভূত হয়। রোম দূর করতে চাইলে ‘ওয়্যাক্সিং’ অথবা ‘থ্রেডনিং’য়ের উপর ভরসা করাই শ্রেয়।

Advertisement

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement