আলোর উৎসব শেষ, অব্যাহত পোকার উপদ্রব: সবে মাত্র শেষ হয়েছে আলোর উৎসব দীপাবলি। কিন্তু, উৎসব শেষ হলেও আলোর চার পাশে পোকার উপদ্রব কমছে না? অথচ, কিছু সাধারণ উপায় অবলম্বন করলেই এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া সম্ভব! এমনকী, তাতে খুব বেশি খরচও হবে না! আপনার জন্য এখানে তুলে ধরা হল তেমনই কিছু কৌশল।
আলোর রং বদলান: সাদা রঙের বা উজ্জ্বল আলো পোকাদের বেশি টানে। তাই, সেই আলো বদলে হলুদ বা মৃদু হলদেটে আলো ব্যবহার করুন। হলুদ আলোর প্রতি পোকার আকর্ষণ তুলনায় অনেকটা কম হয়।
আলোর সঠিক অবস্থান: বাড়ির ভিতর যেখানে আলোর খুব প্রয়োজন, সেখানেই আলো রাখুন। যেমন - ধরা যাক ঠাকুর ঘরের কথা - এ ক্ষেত্রে - ঠাকুরের সিংহাসনের ভিতরের দিকে আলো রাখুন। বাড়ির অন্যান্য অংশেও এভাবেই কিছুটা আড়ালে মূল আলো রাখুন। বদলে বাইরে বা কোণের দিকে কম পাওয়ারের আলো ব্যবহার করুন।
নিমের তেল স্প্রে: নিমের কড়া গন্ধ পোকারা একদম পছন্দ করে না। জল মিশিয়ে নিমের তেল একটি স্প্রে বোতলে নিন। সন্ধ্যায় আলোর চারপাশে ও দরজায় স্প্রে করুন।
সুগন্ধী তেল ব্যবহার: পিপারমিন্ট, ল্যাভেন্ডার বা ইউক্যালিপটাস তেল নিন। জলের সাথে মিশিয়ে জানলা-দরজায় স্প্রে করুন। তেলে ভেজানো তুলো ঘরের কোণায় রেখে দিলেও উপকার পাবেন।
কর্পূরের জাদু: পোকা তাড়ানোর একটি সহজ উপায় হল কর্পূর ব্যবহার! একটি বাটিতে কর্পূর জ্বালিয়ে আলোর কাছে রাখুন। কর্পূরের তীব্র ধোঁয়ায় পোকারা দূরে সরে যাবে।
পাখা চালিয়ে দিন: ফ্যান চালিয়ে দিলে বাতাসের প্রবাহ বাড়ে। এতে উড়ন্ত পোকারা সহজে আলোর কাছে ভিড় করতে পারে না। তাই, সন্ধ্যায় ঘরের পাখা চালিয়ে দিন।
গাছের যত্ন নিন: ব্যালকনি বা ছাদে গাছ থাকলে সেগুলির পরিচর্যা করুন। গাছের পাতা ছোট করে কেটে দিন। পাতার ভিড়ে পোকারা বাসা বাঁধতে পারবে না।
জাল বা পর্দা ব্যবহার: ঘরের দরজা-জানলায় নেট বা জাল (মশারির মতো) ব্যবহার করুন। সন্ধ্যায় বাড়ির দরজা-জানলা বন্ধ করে দিন। এটি পোকাদের ঘরে ঢুকতে বাধা দেবে।
অপ্রয়োজনীয় আলো নিভিয়ে দিন: দরকার না থাকলে বাইরের বা সাজানোর জন্য ব্যবহার করা অতিরিক্ত আলো নিভিয়ে দিন। অযথা বেশি আলো জ্বালালে পোকার উপদ্রব বাড়ে। এতে একই সঙ্গে বিদ্যুৎ খরচও বাঁচবে, পোকাও কম আসবে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।