প্রতীকী চিত্র
পুজোর সময়ে সবাই চান ত্বকে এক অনন্য উজ্জ্বলতা ফুটে উঠুক। বাজারের রাসায়নিকযুক্ত প্রসাধনী ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে ত্বককে সতেজ রাখার অন্যতম উপাদান হল গোলাপের পাপড়ি। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, শুষ্কতা কমায় এবং মুখে এনে দেয় প্রাকৃতিক গোলাপি আভা। এ বার পুজোয় ঘরোয়া উপায়ে গোলাপের পাপড়ি দিয়ে তৈরি ফেসপ্যাক হতে পারে আপনার ত্বকচর্চার জাদুকাঠি। তার জন্য কী কী করতে হবে জেনে নিন।
গোলাপ পাপড়ির ফেসপ্যাক:
যা যা প্রয়োজন:
তাজা গোলাপের পাপড়ি – ৭-৮টি, দুধ, মধু, দই।
বানানোর নিয়ম –
১.গোলাপের পাপড়ি ভাল করে ধুয়ে বেটে নিন।
২.তার সঙ্গে দুধ, দই আর মধু মিশিয়ে মসৃণ প্যাক তৈরি করুন।
৩.মুখ ও গলায় সমান ভাবে মেখে ১৫ মিনিট রেখে দিন।
৪.ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
কী কী ফেসপ্যাক ব্যবহার করবেন-
১. ট্যান সরাতে: গোলাপের পাপড়ি পেস্ট, দই, লেবুর রস।
২.শুষ্ক ত্বকে আর্দ্রতা আনতে: গোলাপের পাপড়ি পেস্ট, কাঁচা দুধ বা দুধের সর, অ্যালোভেরা জেলের মিশ্রণ বানিয়ে মাখতে পারেন।
৩.ত্বকের তেলতেলে ভাব কমাতে: গোলাপের পাপড়ি পেস্ট, মুলতানি মাটি, গোলাপজল – প্রয়োজন মতো।
উপকারিতা
গোলাপের পাপড়ি- ত্বকে প্রাকৃতিক জেল্লা আনে।
দুধ- ট্যান কমায়
দই- ত্বক নরম করে
মধু- ত্বকে আর্দ্রতা জোগায়
সব প্যাকই মুখে ১৫–২০ মিনিট রেখে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই ফেসপ্যাক ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে। এ বার পুজোয় ঝলমলে ত্বকে নজর কাড়তে এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।