Skincare Before Puja

জমা জলের মধ্যেই অফিস গেছেন! পুজোর আগে ত্বকের সংক্রমণ এড়াতে বাড়িতে পায়ের যত্ন নিন এ ভাবে

পুজোর মুখে এমন কিছু রোধ করতে, ত্বককে ভাল রাখতে, সংক্রমণ ঠেকাতে কী করণীয় চলুন জেনে নেওয়া যাক।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৮
Share:
০১ ১০

মঙ্গলবার মধ্যরাত থেকে এক নাগাড়ে বৃষ্টির পর গোটা দিন ধরে ভুগল শহর কলকাতা। দমদম থেকে গড়িয়া, বেহালা থেকে বাইপাস সর্বত্রই জমেছিল জল। কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর। তার মধ্যেই অনেককেই কাজে বেরোতে হয়েছে।

০২ ১০

কিন্তু বর্ষার এই নোংরা জল পেরিয়ে কাজে যাওয়া আসা করায় ত্বকের ক্ষতি হওয়ার তুমুল সম্ভাবনা রয়েছে।

Advertisement
০৩ ১০

পুজোর মুখে এমন কিছু রোধ করতে, ত্বককে ভাল রাখতে, সংক্রমণ ঠেকাতে কী করণীয় চলুন জেনে নেওয়া যাক।

০৪ ১০

এ দিন বাড়ি ফিরে সবার আগে উচিত পা ভাল করে ধোয়া। এবং অবশ্যই সাবান বা বডি ওয়াশ দিয়ে।

০৫ ১০

এ ছাড়া যদি একটু গরম জল করে তাতে বডি ওয়াশ ফেলে পা কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখা যায় তবে তো খুবই ভাল।

০৬ ১০

কেবল গরম জলে পা ডুবিয়ে রাখা নয়, স্ক্রাবার দিয়ে পা ভাল করে ডলে নিলে জমে থাকা ময়লা দূর হবে।

০৭ ১০

পা ভাল করে ধুয়ে নেওয়ার পর নখের দিকে নজর দিন। নখ বড় থাকলে কেটে দিন, এবং নখের কোণে জমে থাকা ময়লা পরিষ্কার করে নিন।

০৮ ১০

পা পরিষ্কার করার পর ভাল করে বডি লোশন অবশ্যই লাগাবেন। এতে ত্বক মোলায়েম থাকবে।

০৯ ১০

বর্ষার জমা জলে নানা ধরনের জীবাণু থাকে, সেটা ভাল করে না পরিষ্কার করলে র‍্যাশ বেরোনোর সম্ভাবনা থাকে। নখের সংক্রমণ পর্যন্ত হতে পারে।

১০ ১০

বিশেষ করে পুজোর মুখে এমন কিছু ঘটলে যন্ত্রণার শেষ থাকবে না। মাটি হতে পারে পুজোর আনন্দও। তাই জমা জল পাড়িয়ে এলে সবার প্রথমে পায়ের যত্ন নিন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement