Men's haircut trends

পুরুষের শারদ-সাজে রঙের খেলা, চুলের হাইলাইটে জমজমাট নতুন ট্রেন্ড

পুজোর আর কয়েকটা দিন মোটে বাকি! চার পাশে সেজে উঠছে মণ্ডপ, মহালয়ার ভোরেই যেন মন উড়ু উড়ু। উৎসবের মরশুমে নতুন সাজে চমক দিতে কে না চায়? শুধু শাড়ি বা পাঞ্জাবীই নয়, এ বার পুজোয় ছেলেদের কেশসজ্জাতেও এসেছে নতুন ট্রেন্ড।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৪
Share:

প্রতীকী চিত্র

পুজোর আর কয়েকটা দিন মোটে বাকি! চার পাশে সেজে উঠছে মণ্ডপ, মহালয়ার ভোরেই যেন মন উড়ু উড়ু। উৎসবের মরশুমে নতুন সাজে চমক দিতে কে না চায়? শুধু শাড়ি বা পাঞ্জাবীই নয়, এ বার পুজোয় ছেলেদের কেশসজ্জাতেও এসেছে নতুন ট্রেন্ড।

Advertisement

এ বছর ছেলেদের পুজো-স্পেশাল চুলের সাজে সবচেয়ে বেশি জনপ্রিয় ‘গ্লোবাল শেডস’, ‘প্লেফুল হাইলাইটস’, আর কিছু প্রাণবন্ত রং। যেমন, হানি-গোল্ড বা স্ট্রবেরি ব্লন্ড, ক্যারামেল রিবন, কিংবা এক গভীর স্মোল্ডারিং রেড। এই রংগুলি এমন ভাবে চুলের সঙ্গে মিশে যায় যে অভিজাত লুকও বজায় থাকে, কিন্তু একই সঙ্গে একটা আলাদা ‘স্টেটমেন্ট’ও তৈরি হয়।

অনেকেই আবার বেছে নিচ্ছেন 'সম্বর' বা 'আন্ডারলাইট'-এর মতো নতুন ধাঁচ। সম্বর হল ব্যালিয়েজ ও ওমব্রে-র এক মেলবন্ধন, যা চুলে আনে এক মসৃণ রূপান্তর। অন্য দিকে, আন্ডারলাইট হল এমন একটি কৌশল যেখানে চুলের নীচের অংশে উজ্জ্বল এবং প্রাণবন্ত রং ব্যবহার করা হয়, যা এক ঝলকে হয়তো চোখে পড়ে না, কিন্তু হাওয়ায় চুল উড়লে বা আলোর ঝলকে জ্বলজ্বল করে।

Advertisement

আসলে, এই পুজোর সময়টা শুধুই সাজগোজের নয়, বরং নিজেকে একটু নতুন ভাবে আবিষ্কার করার। তাই উৎসবের দিনগুলোর জন্য এখনকার ‘হেয়ার কালারিং প্যাকেজগুলি’তে চুল কাটা, ‘হেয়ার স্পা’, এবং দাড়ির গ্রুমিং-এর মতো পরিষেবাগুলিও একত্রে পাওয়া যায়। কারণ, এই বিশেষ সময়ে শুধু ফ্যাশনদুরস্ত থাকা নয়, নিজেকে পরিপাটি এবং যত্নশীল দেখানোটাও জরুরি। শারদীয়ায় নিজেকে আরও আকর্ষক করে তোলার জন্য এটাই সেরা সময়।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement