ধনতেরসে সুখ-সমৃদ্ধিকে আকর্ষণ করতে অনেকেই লক্ষ্মী, কুবেরের পুজো করে থাকেন। নানাবিধ জিনিস কেনেন। কিন্তু জানেন কি এ দিন কিছু সহজ টোটকা করলে আপনার জীবনের নানা সমস্যা দূর হতে পারে?
এ দিন বাড়িতে শ্রীযন্ত্র বা কুবের যন্ত্র স্থাপন করুন। পুজো করুন। এটিকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। এটি করলে অর্থাভাব দূর হবে।
দেবী লক্ষ্মীর কৃপা পেতে চাইলে তুলসীর মালা হাতে নিয়ে দেবী লক্ষ্মীর মন্ত্র জপ করুন।
দেবীকে প্রসন্ন করতে চাইলে এ দিন সকালে মূল দরজার দুই পাশে সিঁদুর এবং হলুদ মিশিয়ে স্বস্তিক আঁকুন।
রোগে ভুগলে দ্বাদশীর রাতে একটি তামার পাত্রে জলের মধ্যে ধনে ভিজিয়ে রাখুন। পর দিন অর্থাৎ ধনতেরসের দিন এই জল পান করুন।
কেবল লক্ষ্মী নয়, এ দিন কুবেরদেবের পুজোও করা হয়। তাঁকে দুধ দিয়ে স্নান করান। লাল ফুল, লাল বস্ত্র অর্পণ করুন। বিশেষ করে যাঁরা ব্যবসা করেন, তাঁরা এই টোটকা করলে ফল পাবেন।
জীবনে সুখ সমৃদ্ধি ফেরাতে চাইলে মোতি শঙ্খের পুজো করুন। তাতে জাফরান দিয়ে তিলক কেটে, লাল কাপড়ে বেঁধে সিন্দুকে রেখে দিন।
গরীব, দুঃস্থদের অর্থ, বস্ত্র, খাদ্য দান করুন।
উন্নতি হচ্ছে, সংসারে সমৃদ্ধি আসছে না মনে করলে এ দিন লক্ষ্মীপুজো করবেন যখন সেই সময় একটা বাটি ভর্তি করে ধনে ঠাকুরের সিংহাসনের পাশে রেখে দিন। প্রতিপদে এখান থেকে কিছুটা ধনে তুলে সেটাকে লাল কাপড়ে মুড়িয়ে সিন্দুকে রেখে দিন। আর বাকিটা টবে ছড়িয়ে দিন। সেই গাছ জন্মে যত বড় হবে তত বাড়বে আপনার উন্নতি।
মনে রাখবেন এই সমস্ত টোটকা যদি নির্দিষ্ট সময়ে করেন তবে বিশেষ ফল পাবেন। মনের ইচ্ছে পূরণ করতে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট থেকে রাত ৮টা ৪৬ মিনিটের মধ্যে এই টোটকা করবেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।