Skincare Tips

পুজোর আগে লক্ষ্য উজ্জ্বল ত্বক ও মজবুত চুল? রান্নাঘরের এই উপাদানেই কাজ হবে ম্যাজিকের মতো

চুল ও ত্বকের স্বাস্থ্য শুধু বাহ্যিক যত্নে নির্ভর করে না, তার জন্য ভেতরের পুষ্টিও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু স্বাস্থ্যকর উপাদান রাখলে ত্বকও চুল দুটোই উজ্জ্বল এবং সুস্থ রাখা সম্ভব। এতে আপনি শারীরিক দিক থেকেও ভালো থাকবেন। এদের মধ্যে অন্যতম হল আমন্ড বা কাঠবাদাম।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১১:২৬
Share:

প্রতীকী চিত্র

চুল ও ত্বকের স্বাস্থ্য শুধু বাহ্যিক যত্নের উপরে নির্ভর করে না। তার জন্য ভিতরের পুষ্টিও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু স্বাস্থ্যকর উপাদান রাখলে ত্বক ও চুল দুটোই উজ্জ্বল এবং সুস্থ রাখা সম্ভব। এতে আপনি শারীরিক দিক থেকেও ভাল থাকবেন। এই উপাদানগুলির অন্যতম হল আমন্ড বা কাঠবাদাম।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন মাত্র ২ থেকে ৪টি আমন্ড খাওয়ার অভ্যাস গড়ে তুললে ত্বকের ঔজ্জ্বল্য ও চুলের স্বাস্থ্য দুই-ই অনেকটা উন্নত হয়।

কাঠবাদাম শরীরের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। কাঠবাদাম খেলে হৃদরোগ, ডায়াবেটিস, এবং মস্তিষ্কের কর্মক্ষমতা-সহ বিভিন্ন সমস্যায় উপকার পাওয়া যায়।

Advertisement

কোন ক্ষেত্রে কী ভাবে উপকার করে কাঠবাদাম?

হার্টের স্বাস্থ্য: কাঠবাদামে থাকা ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম হৃদরোগের ঝুঁকি কমায় এবং হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে।

মস্তিষ্কের কার্যকারিতা: কাঠবাদামে থাকা ভিটামিন ই এবং অন্যান্য পুষ্টি উপাদান মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এটি স্মৃতিশক্তি বাড়াতেও সহায়ক।

ত্বকের স্বাস্থ্য: কাঠবাদামে থাকা ভিটামিন ই ত্বককে আর্দ্রতা দেয় এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণ: কাঠবাদাম প্রোটিন এবং ফাইবারের একটি ভাল উৎস, যা ওজন কমাতে সাহায্য করে। এটি দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখতে সাহায্য করে।

এ ছাড়াও কাঠবাদাম খেলে খুশকি কমে, চুলের গোড়া মজবুত হয়, চুলের প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফেরে, ব্রণর সমস্যাও নিয়ন্ত্রণে থাকে।

কী ভাবে খাবেন?

প্রতিদিন ২-৪টি কাঠবাদাম খাওয়া যেতে পারে। প্রতিদিন অল্প কয়েকটি কাঠবাদাম খাওয়ার অভ্যাস চুল ও ত্বকের স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই রোজকার খাদ্য তালিকাতেও রাখুন এই পুষ্টিগুণে ভরপুর বাদাম।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement