Blackheads Removal Tips

পুজোর আগে ব্ল্যাকহেডসের জ্বালায় জেরবার? ঘরোয়া টোটকায় পরিষ্কার করুন রোমকূপ

ব্ল্যাকহেডস দূর করতে ভরসা করুন ঘরোয়া টোটকায়।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১১:৫০
Share:
০১ ১২

নাকের উপর যদি ব্ল্যাক আর হোয়াইটহেডস জমে থাকে তবে পুজোর গোটা সাজটাই মাটি হয়ে যাবে। কিন্তু এই সমস্যা দূর করতে পার্লার ছুটতে হবে না। ঘরোয়া টোটকাতেই হবে মুশকিল আসান। জেনে নিন কী করবেন।

০২ ১২

বেকিং সোডা এবং লেবুর রস: এক চামচ বেকিং সোডা এবং এক চামচ লেবুর রস মিশিয়ে সেটা গোটা মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। বিশেষ করে মুখের যে জায়গাগুলোয় ব্ল্যাক এবং হোয়াইটহেডস জমে রয়েছে। এরপর ১০-১৫ মিনিট এই প্যাক মুখে লাগিয়েই রাখুন। তারপর ধুয়ে ফেলুন। বেকিং সোডা প্রাকৃতিক এক্সফ্লোলিয়েন্ট হিসেবে কাজ করে। এটা মুখের মৃত কোষ দূর করে, আর লেবুর রসে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বককে উজ্জ্বল করে।

Advertisement
০৩ ১২

ওটস এবং মধু: এক চামচ ওটস এবং এক চামচ মধু মিশিয়ে একটা প্যাক বানান। এ বার এটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ঈষৎ উষ্ণ গরম জলে। এতে ওটস ত্বকের মৃত কোষকে যেমন দূর করবে, তেমনই মধু ময়েশ্চরাইজ করবে।

০৪ ১২

ডিমের সাদা অংশ এবং লেবুর রস: একটি ডিমের সাদা অংশ এবং এক চামচ লেবুর রস লাগবে এই প্যাকের জন্য। এটা বানাতে আগে ডিমের সাদা অংশকে ভাল করে ফেটিয়ে নিন, তাতে লেবুর রস মিশিয়ে মুখে লাগান। প্যাক শুকিয়ে গেলে তুলে ফেলুন। ডিমের সাদা অংশ স্কিন পোরস্-কে টাইট করতে সাহায্য করে, ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে। একই সঙ্গে এই প্যাক ত্বককে উজ্জ্বল করে।

০৫ ১২

ভাপ নিন: রোজ গরম ভাপ নিলে ত্বকের পোরস্ খুলে যায়, এতে ব্ল্যাকহেডস দূর হয়।

০৬ ১২

স্ক্রাব: নিয়মিত ফেস স্ক্রাব করলে ত্বকের মৃত কোষ দূর, ত্বকের মধ্যে জমে থাকা ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের সমস্যা তো কমবেই, ফেরতও আসবে না। ত্বক নরম থাকে।

০৭ ১২

জল এবং বেকিং সোডা: ২ চামচ বেকিং সোডা এবং পরিমাণ মতো জল দিয়ে প্যাক বানিয়ে সেটা মুখে লাগিয়ে ২-৩ মিনিট ম্যাসাজ করুন। তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। এবার মুখে ময়েশ্চরাইজ়ার লাগিয়ে নিন। সপ্তাহে ১-২ দিন প্যাক লাগালে উপকার পাবেন।

০৮ ১২

গ্রিন টি এবং মধু: এক কাপ গরম জলে এক ব্যাগ গ্রিন টি ডুবিয়ে রাখুন ৫০-৬০ মিনিটের জন্য। তারপর এই টি ব্যাগ তুলে, সেটা খুলে ফেলুন। চা পাতা বের করে এনে তাতে এক দুই চামচ মধু যোগ করুন। তারপর সেটা মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেললেই দূর হবে ব্ল্যাকহেডস।

০৯ ১২

লেবু, চিনি এবং মধু: এক চামচ চিনি, লেবুর রস এবং মধু যোগ করে প্যাক বানিয়ে ফেলুন। খেয়াল রাখবেন চিনিটা যেন ভালো করে গুলে যায়। তারপর মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। নাকের দুই পাশে ভালো করে স্ক্রাব করুন। মিনিট পাঁচেক রেখে ধুয়ে ফেলুন।

১০ ১২

কফি, হলুদ এবং মধু: কফি এক্সফোলিয়েটর হিসেবে দারুণ কাজ করে। এক চামচ কফি, এক চামচ হলুদ আর একই পরিমাণের মধু নিয়ে প্যাক বানিয়ে সেটা মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর স্ক্রাব করে তুলে ফেলুন। এতে কেবল ব্ল্যাকহেডস নয়, লেজ তুলে পালাবে ট্যানের সমস্যাও।

১১ ১২

বেসন, দই, মধু এবং হলুদ: বেসন ত্বকের মৃত কোষকে দূর করে। দই এবং মধু ত্বককে ময়েশ্চরাইজ় করে নরম রাখে। আর হলুদ? ডি ট্যানে সাহায্য করে। মানে এক প্যাকেই ৩ পাখি, থুড়ি সমস্যাকে দূর করবেন। এক চামচ দই, দুই চামচ বেসন, এক চামচ মধু আর এক চিমটি হলুদ মিশিয়ে এই প্যাক বানিয়ে মুখে লাগিয়ে মিনিট ১০-১৫ রেখে ধুয়ে ফেললেই হবে।

১২ ১২

তাই ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, এমনকি ট্যানিংয়ের সমস্যা দেখা দিলে আর পার্লার নয়, বরং দৈনন্দিন জীবনের ব্যস্ত রুটিন থেকে সপ্তাহে দুই তিনদিন করে মিনিট ১০-১৫ বের করে এই প্যাকের একটি লাগালেই উপকার পাবেন। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement