Jewellery allergy remedies

গয়না পরলেই কালচে ছোপ ধরছে ত্বকে? সঙ্গে চুলকানি, জ্বালা? রইল সমাধান

কম দামি গয়নায় ক্যাডমিয়াম বা সিসার মতো ক্ষতিকর ধাতুও থাকতে পারে। যা অ্যালার্জির কারণ হয়।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৬:৫১
Share:

প্রতীকী চিত্র।

নারী, পুরুষ নির্বিশেষে অনেকেই নানা ধরনের গয়না পরতে ভালবাসেন। তা ঝুটো গয়না হতে পারে কিংবা দামি সোনা-রুপো। কিন্তু, এই গয়না পরতে গিয়েই অনেকে আবার সমস্যায় পড়েন। দেখা যায়, হাতে, গলায়, আঙুলে– যেখানেই গয়না পরা হয়েছে, সেই জায়গাটি কালো হয়ে গিয়েছে বা চামড়া খসখসে হয়ে গিয়েছে। এমনকী, অনেকের চুলকানি বা ব়্যাশ বের হওয়ার সমস্যা পর্যন্ত হয়। সাধারণত অ্যালার্জির কারণে এমনটা ঘটে।

Advertisement

সমস্যার কারণ:

মিশ্র ধাতু: খাঁটি সোনা (২৪ ক্যারাট) খুব নরম হয়। তাই গয়না তৈরির সময়ে এতে তামা, নিকেল বা দস্তার মতো কিছু ধাতু মেশানো হয় একে শক্ত করার জন্য। সাধারণত এই মিশ্র ধাতুগুলিতেই অ্যালার্জি হয়।

Advertisement

নিকেল অ্যালার্জি: অনেক সময়ে গয়নায় খুব অল্প পরিমাণে নিকেল ব্যবহার করা হয়। কিন্তু, সেই নিকেলই ত্বকের ঘাম বা আর্দ্রতার সংস্পর্শে এলে অ্যালার্জির সৃষ্টি করে। এর ফলে ত্বকে চুলকানি হয় এবং কালো বা লালচে দাগ দেখা যায়।

রুপোর গয়না: খাঁটি রুপোর গয়নায় প্রায়ই তামা মেশানো হয়। এই তামা ত্বকের ঘাম বা বাতাসের সংস্পর্শে এলে অক্সিডাইজড হয় এবং কালো দাগ তৈরি করে।

গোল্ড প্লেটেড গয়না: এই ধরনের গয়নার উপরে সোনার পাতলা স্তর থাকে। কিন্তু ভিতরের ধাতুগুলি অ্যালার্জির কারণ হতে পারে। যেমন - নিকেল।

অন্যান্য ধাতু: কম দামি গয়নায় ক্যাডমিয়াম বা সিসার মতো ক্ষতিকর ধাতুও থাকতে পারে, যা অ্যালার্জির কারণ হয়।

সমাধানের সম্ভাব্য হদিশ:

১. খাঁটি সোনার গয়না বেছে নিন: যদি আপনার বাজেট থাকে, তা হলে ২২ ক্যারাটের গয়না না পরে ২৪ ক্যারাট হলমার্ক যুক্ত গয়নায় ফিরে যান। যা কম মিশ্র ধাতু দিয়ে তৈরি। ২২ ক্যারাট সোনায় কিছুটা অন্যান্য ধাতুর মিশ্রণ থাকে। যা অনেক সময়ে অ্যালার্জির কারণ হতে পারে।

২. প্ল্যাটিনাম বা স্টিলের গয়না পরুন: প্ল্যাটিনাম খুবই হাইপোঅ্যালার্জেনিক। অর্থাৎ, এটিতে অ্যালার্জির আশঙ্কা প্রায় নেই বললেই চলে। এ ছাড়া, স্টেনলেস স্টিল বা টাইটানিয়ামের গয়নাও ব্যবহার করতে পারেন।

৩. গয়না পরিষ্কার রাখুন: নিয়মিত আপনার গয়না পরিষ্কার করুন। ঘাম, ময়লা বা প্রসাধনীর রাসায়নিক জমে থাকলে অ্যালার্জি হতে পারে। নরম সাবান ও জল দিয়ে হালকা হাতে গয়না পরিষ্কার করে শুকিয়ে নিন।

৪. গয়নার উপর নেলপলিশ লাগান: যে গয়নাগুলি ত্বকের সংস্পর্শে আসে, তার ভিতরের দিকে একটি স্বচ্ছ নেল পলিশের পাতলা স্তর লাগিয়ে দিন। এটি একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করবে। যা ধাতুটিকে আপনার ত্বকের সঙ্গে সরাসরি সংস্পর্শে আসতে দেবে না। তবে এটি নিয়মিত ভাবে লাগাতে হবে।

৫. ত্বক শুকনো রাখুন: গয়না পরার আগে নিশ্চিত করুন যে ত্বক পুরোপুরি শুকনো আছে। প্রয়োজনে হালকা ট্যালকম পাউডার বা ময়শ্চারাইজার মেখে তার পরে গয়না পরতে পারেন।

তবে, যদি শুধুমাত্র গয়না পরার কারণেই আপনার ত্বক খুব বেশি চুলকোয় বা জ্বালা করে, তা হলে অবশ্যই এক জন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। তিনি আপনার ত্বকের অবস্থা দেখে সঠিক সমাধান করে দিতে পারবেন এবং প্রয়োজনীয় ওষুধ বা ক্রিম ব্যবহারের পরামর্শ দিতে পারবেন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement