সংগৃহিত চিত্র
নাছোড় বৃষ্টি যেন যেতেই চাইছে না। এ দিকে, পুজোর প্রস্তুতি নিতে আরও আনচান করে উঠছে মন। পুজো আসতে আর মোটে তো কয়েকটা দিন। এই তো সময় পুজোর কেনাকাটা, মণ্ডপে বন্ধুদের সঙ্গে আড্ডা আর নতুন সাজে নিজেকে সুন্দর করে তোলার হরেক পরিকল্পনা সেরে ফেলার।
সে ষষ্ঠীর সকালে নতুন শাড়ি পরে মণ্ডপে যাওয়া হোক. অথবা দশমীর বিকেলে সিঁদুর মাখা গাল— এই সব কিছুই যেন স্বাস্থ্যোজ্জ্বল ত্বকে আরও সুন্দর লাগে। পুজোর প্রস্তুতিতে তাই সব থেকে গুরুত্বপূর্ণ হল ত্বক আর চুল, কারণ বর্ষার আর্দ্রতায় এদের উপরে সহজেই জীবাণুর আক্রমণ হতে পারে।
এ বার পুজো এমনিতেই আগে আসছে। তার আগেই তবে কী ভাবে হয়ে উঠবেন ঝলমলে?
ত্বকের যত্ন
এই সময়ে বাতাসে আর্দ্রতার কারণে ত্বকের নিজস্ব তৈলাক্ত পদার্থ অর্থাৎ সিবাম ত্বকেই আটকে থাকে। ফলে চিটচিটে লাগে মুখ-হাত-পা। এর পাশাপাশি পুজোর কেনাকাটায় বেরিয়ে কাদা-নোংরা জল লেগে পায়েরও অবস্থা খারাপ হতে পারে। তাই এই বিশেষ সময়ে রূপচর্চার জন্য চাই একটু বাড়তি মনোযোগ।
পুজোর আগে ত্বকের যত্ন নিতে এমন ফেসওয়াশ বেছে নিন, যাতে ক্ষারের পরিমাণ কম। তেলবিহীন ময়শ্চারাইজ়ার ব্যবহার করুন। পাশাপাশি টোনার আপনার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রেখে কোমল করে তুলবে। সানস্ক্রিন শুধু রোদে নয়, মেঘলা দিনেও জরুরি। তাই নিয়ম করে সানস্ক্রিন ব্যবহার করুন। পুজোর আগে নিজেকে ঝকঝকে রাখতে মুখে মাঝে মাঝে বরফ ঘষতে পারেন। আর সপ্তাহে এক বার মসুর ডালের গুঁড়ো ও শসার রস দিয়ে তৈরি স্ক্রাব ব্যবহার করলে ত্বকের মরা কোষ দূর হবে।
ফেসপ্যাক
পুজোয় ত্বককে আরও উজ্জ্বল করতে কয়েকটি সহজ প্যাক ব্যবহার করতে পারেন। যেমন, পাকা কলা ও মধু মিশিয়ে তৈরি প্যাক লাগালে ত্বক উজ্জ্বল দেখাবে। চন্দন বাটার সঙ্গে অলিভ অয়েল, মধু আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে লাগালে প্রাণবন্ত হবে ত্বক। এ ছাড়া টক দই, লেবুর রস আর টোম্যাটো পিউরি একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। শুষ্ক ত্বকের জন্য প্যাক বানান অ্যালোভেরা জেল ও মধু মিশিয়ে। আর তৈলাক্ত ভাব কমাতে চাই মুলতানি মাটি, চন্দনগুঁড়ো, টক দই এবং কয়েক ফোঁটা লেবুর রস মেশানো প্যাক।
হাত ও পায়ের যত্ন
শুধু মুখ নয়, হাত-পায়ের যত্নও সমান ভাবে জরুরি। বর্ষায় কাদা লাগা পা পরিষ্কার না করলে সংক্রমণ হতে পারে। তাই জল লাগলে হাত-পা ভাল ভাবে ধুয়ে, মুছে শুকিয়ে নিন। সপ্তাহে এক বার ম্যানিকিয়োর ও দু’বার পেডিকিয়োর করা অভ্যাস করুন। গরম জল, অ্যান্টিব্যাকটেরিয়াল শ্যাম্পু আর সামান্য লেবুর রস দিয়ে বাড়িতেই এই যত্ন নেওয়া সম্ভব। নখ ছোট করে সুন্দর শেপে কেটে নিন। বাইরে থেকে এসে হাত-পা ধোওয়ার পরে ময়শ্চারাইজ়ার লাগাতে ভুলবেন না। এই সব ছোট ছোট যত্নের মাধ্যমেই পুজোর আগে নিজেকে দিন উৎসবের জেল্লা।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।