Bhai Phota Gifts

ভাইফোঁটার উপহার যেন 'অপয়া' না হয়! কী বলছে প্রচলিত নানা বিশ্বাস?

জেনে নিন, কী কী উপহার দিলে ভাই-বোনের সম্পর্কের অবনতি হতে পারে বলে মনে করা হয়!

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ০৯:০৭
Share:
০১ ১০

উপহার নাকি 'অপয়া': ভাইফোঁটা হল ভাই-বোনের ভালবাসার বন্ধন পালনের উৎসব। এই দিনে উপহার দেওয়া-নেওয়ার রেওয়াজ আছে। তবে কিছু উপহার রয়েছে, যা 'অশুভ' বলে মনে করা হয়। প্রচলিত লোক বিশ্বাস অনুসারে, অনেকেই সেগুলি দেওয়া-নেওয়া এড়িয়ে চলেন!

০২ ১০

ঘড়ি - বন্ধনের সমাপ্তি: ঘড়ি উপহার দেওয়া উচিত নয় বলে বিশ্বাস করা হয়। এর নেপথ্যে ধারণা হল - ঘড়ি সম্পর্কের ভাল সময় বা আয়ু গুনে শেষ করে দেয়! এটি উপহার দিলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। ঘড়ি নাকি সময়ের সঙ্গে সম্পর্ক ভাঙার ইঙ্গিত দেয়!

Advertisement
০৩ ১০

ধারালো জিনিস - সম্পর্ক কাটে বা ছিন্ন করে: ছুরি, কাঁচি বা অন্য কোনও ধারালো জিনিস উপহার দেওয়া নিষেধ! প্রচলিত বিশ্বাস হল - ধারালো জিনিস ভাই-বোনের সম্পর্ক 'কেটে' বা ছিন্ন করে দিতে পারে। মনে করা হয়, এটি দুর্ভাগ্য বা নেতিবাচকতা আনতে পারে। যদি এ সব দিতেই হয়, তা হলে প্রতীকী হিসাবে সামান্য কিছু অর্থের বিনিময়ে দেওয়া-নেওয়া করা উচিত।

০৪ ১০

পারফিউম - সম্পর্ক ক্ষণস্থায়ী: পারফিউম বা সুগন্ধি জাতীয় জিনিস উপহারে দেওয়া শুভ নয়। বিশ্বাস করা হয়, এতে সুগন্ধির মতো সম্পর্কও ক্ষণস্থায়ী হয় বা দ্রুত ফুরিয়ে যায়। এটি ভালবাসার বন্ধন দুর্বল করে দিতে পারে বলেও বিশ্বাস করা হয়।

০৫ ১০

রুমাল - দুঃখের প্রতীক: রুমাল বা ন্যাপকিন উপহার দেওয়া অশুভ বলে ধরা হয়। লোক বিশ্বাস হল, রুমাল চোখের জল মোছার কাজে লাগে। তাই, রুমাল উপহার দিলে জীবনে দুঃখ বা শোক আসতে পারে এবং এটি সম্পর্কের মধ্যে বেদনা বা কষ্ট আনতে পারে।

০৬ ১০

জুতো - দূরে চলে যাওয়া: অনেকেই মনে করেন, জুতো বা চটি উপহার দেওয়া উচিত নয়। তাঁদের বিশ্বাস অনুসারে, জুতো উপহার দিলে তা গ্রহণকারী দূরে 'হেঁটে চলে' যেতে পারেন! এর ফলে ভাই বা বোনের মধ্যে শারীরিক দূরত্ব তৈরি হতে পারে। সেই অর্থে এটি সম্পর্কের বিচ্ছেদের ইঙ্গিত দেয়।

০৭ ১০

খালি ওয়ালেট - অর্থের অভাব: যদি কাউকে ওয়ালেট বা পার্স উপহার দিতে চান, তবে তা খালি দেওয়া ঠিক নয়। প্রচলিত বিশ্বাস হল - খালি ওয়ালেট আর্থিক অভাব বা দারিদ্র্যকে আকর্ষণ করে। তাই ওয়ালেটের মধ্যে শুভ চিহ্ন হিসাবে কিছু টাকা রাখা উচিত। এমনটা করলে নাকি উপহারের অশুভ প্রভাব দূর হয়।

০৮ ১০

কালো পোশাক - নেতিবাচকতা: কালো রঙের পোশাক বা অন্য কোনও জিনিস উপহারে না দেওয়াই ভাল বলে মনে করা হয়। কারণ, কালো রং নেতিবাচক শক্তিকে টেনে আনে বলে মনে করা হয়। তাই, এটি ভাই বা বোনের জীবনে দুর্ভাগ্য বা খারাপ সময় আনতে পারে। উৎসবের দিনে উজ্জ্বল রং ব্যবহার করা শুভ মনে করা হয়।

০৯ ১০

অ্যাকোয়ারিয়াম - শুভ শক্তি নিষ্কাশন: অ্যাকোয়ারিয়াম বা জল-সম্পর্কিত কিছু উপহার দেওয়া উচিত নয়। মনে করা হয়, ঘরের মধ্যে জলের অবিরাম প্রবাহ শুভ শক্তিকে নিষ্কাশন করে দেয়। এটি আর্থিক ক্ষতি বা সম্পর্কের অস্থিরতা আনতে পারে। তাই জল-সংক্রান্ত উপহার এড়িয়ে চলতে বলা হয়।

১০ ১০

কাঁটাযুক্ত গাছ - সম্পর্ক খারাপ হয়: ক্যাকটাস বা অন্য কোনও কাঁটাযুক্ত গাছ উপহার দেওয়া নাকি অশুভ। বিশ্বাস অনুসারে, গাছের কাঁটা সম্পর্কের মধ্যে খারাপ প্রভাব ফেলে। এটি ভাই-বোনের মধ্যে ঝগড়া বা মনোমালিন্য তৈরি করতে পারে। এর বদলে ফুল বা ফলদায়ী গাছ উপহার দেওয়া ভাল বলে মনে করা হয়। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement